সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালে শাহরুখ খানের দুরন্ত কামব্যাক দেখেছিল দেশ। 'পাঠান' মুক্তি পেতেই হইহই পড়ে গিয়েছিল। সেই সময় থেকেই শুরু হয়েছিল প্রতীক্ষা। কবে মুক্তি পাবে ছবির পরের পর্ব। অবশেষে কাজ শুরু হয়েছে যশরাজের স্পাইভার্সের জনপ্রিয় এই চরিত্রকে ফের পর্দায় ফেরানোর। চিলিতে হতে পারে ছবির শুটিং।
সম্প্রতি এদেশে এসেছিলেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ফন্ট। সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। পরে তিনি মুম্বইয়ে এসেছিলেন। সেখানে তাঁর কথা হয়েছিল ফিল্ম নির্মাতাদের সঙ্গে। অভিনেতা অংশুমান ঝা এক বিনোদন ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় এই সম্ভাবনার কথা জানিয়েছেন।
আগামী বছর 'লাকাদবাগ্গা ৩' ছবির শুটিং শুরু হবে চিলিতে। এমনটাই জানিয়েছেন অংশুমান। সেই সঙ্গেই তিনি বলেছেন, যশরাজ ফিল্মস ওই সময়ই চিলিতে 'পাঠান ২' ছবির শুটিং করবে বলে বিবেচনা করছে।
গত ফেব্রুয়ারিতেই জানা গিয়েছিল চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া।
২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’র চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন আদিত্য চোপড়া। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে। কেন এত দেরি? সূত্রের দাবি, সিকুয়েলটিকে নিছকই একটি সিকুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তাঁর লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা। প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম ছবির কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় ছবির গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন ছবিটি নিয়ে। তিনি চান, প্রথম ছবিটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে নানা দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। শাহরুখ নাকি ছবির চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত।
