shono
Advertisement
Zareen Khan

'বিয়ে করলে যৌবন ফিরে পাব!' নেটিজেনের কটাক্ষের জবাবে কেন বললেন জারিন?

ফুঁসে উঠলেন নায়িকা।
Published By: Arani BhattacharyaPosted: 09:41 PM Jul 26, 2025Updated: 09:43 PM Jul 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১০ সালে সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবি দিয়েই বলিউডে শিকে ছেড়েন জারিন। অনেকেই অভিনেত্রীর চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন সেইসময়ে। তখন সদ্য ভাইজানের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয়েছে। সলমনের হাত ধরেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন তিনি। তবে পর পর বেশ কয়েকটি ছবি করেই বলিউড থেকে প্রায় উধাও হয়ে যান জারিন। বর্তমানে সিনেপর্দায় তাঁকে দেখা যায় না সেরকম। তবে সোশাল মিডিয়াতে জারিনের উজ্জ্বল উপস্থিতি। মাঝেমাঝে ট্রোলের মুখেও পড়েন অভিনেত্রী। এবারও তার ব্যাতিক্রম হল না। নেটপাড়ায় আবারও জারিনকে কুমন্তব্য। ফুঁসে উঠলেন নায়িকা।

Advertisement

সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক নেটিজেন লেখেন, 'বিয়ে করে নিন। আপনার বয়স হয়ে যাচ্ছে।' এই মন্তব্য পড়েই রীতিমতো রাগে ফেটে পড়েন অভিনেত্রী। পালটা একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, "জীবনের সব সমস্যার সমাধান হিসাবে বিয়েকেই দেখা হয়। কিন্তু কেন? বিয়েটাই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের জন্য?"

 

জারিন আরও বলেন, "আমি আমার সাম্প্রতিক এক পোস্টে একটি মন্তব্য পড়েছি এরকম। আপনারাই আমাকে বলুন, আমি যদি বিয়ে করি তাহলে কি আমার বয়স কমবে? আমি কি আবার যৌবনে ফিরে যাব? যদি তা না হয় তাহলে এমন মন্তব্যের কী অর্থ? আমি বুঝি না এই ধ্যানধারণা মনের মধ্যে পোষণ করার কী অর্থ? এগুলো কি শুধু আমাদের দেশেই দেখা যায় নাকি বিশ্বব্যাপী এই সমস্যা রয়েছে যে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কীভাবে সম্ভব?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement