shono
Advertisement
Zinia Sen-Screening Comitee

দেবের সঙ্গে ছবি মুক্তি নিয়ে হুমকির মুখে পড়েন জিনিয়া, এবার বড় পদক্ষেপ করল স্ক্রিনিং কমিটি

পদক্ষেপ করে এবার কী সমাধান দিল স্ক্রিনিং কমিটি?
Published By: Arani BhattacharyaPosted: 10:27 PM Dec 27, 2025Updated: 10:27 PM Dec 27, 2025

বিশেষ সংবাদদাতা: একসঙ্গে ছবি রিলিজ করার জন্য মাশুল গুনতে হয়েছিল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনকে। দেবভক্তদের রোষানলে পড়েছিলেন জিনিয়া। সোশাল মিডিয়ায় তাঁর দিকে ধেয়ে এসেছিল একাধিক কুমন্তব্য। এমনকী প্রাণনাশের হুমকি থেকে ধর্ষণের মতো হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে। ওই ঘটনার পর পুলিশে অভিযোগ জানিয়েছিলেন শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী। তারকাদম্পতিকে দেখা গিয়েছিল ভবানী ভবনে। লাগাতার দেবভক্তদের কুৎসিত আক্রমণের জেরে সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন। তাঁর অনুরাগীরা যখন ইন্ডাস্ট্রির সহকর্মীদের লাগাতার কটাক্ষ, আক্রমণে ভরিয়ে দিচ্ছিল, তখন দেব কেন চুপ? প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই ঘটনার কোনও সুরাহা হয়নি। এবার স্ক্রিনিং কমিটির তরফে এই নিয়ে নেওয়া হল বড় পদক্ষেপ।

Advertisement

এই নিয়ে এদিন সংবাদ প্রতিদিন ডিজিটালকে জিনিয়া বলেন, "প্রজাপতি ২ শো পায়নি বলে ফ্যানক্লাব যেভাবে নবীনা সিনেমার মালিক বা অন্যদের ধিক্কার জানাচ্ছে ও শাসাচ্ছে, এভাবেই পরপর দু'বছর এই ফ্যানক্লাবই আমাকে ধর্ষণ ও খুনের হুমকি দিয়েছে শুধুমাত্র আমাদের ছবি মুক্তি পাচ্ছে বলে। সোশাল মিডিয়ায় আমার ছবি বিকৃত করেছে। শনিবার স্ক্রিনিং কমিটির তরফে এই বিষয়ে আগামীদিনে পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই ঘটনার অত্যন্ত নিন্দা করা হয়েছে। আমি এই সিদ্ধান্তে খুব খুশি। আমি গত এক বছরে দু'বার গোপন জবানবন্দি দিয়েছি। কিন্তু তারপর এখনও অবধি কোনও চার্জশিট ফাইল করা হয়নি। রবীন্দ্র সরোবর থানায় পরপর দু'বছর দুটো এফআইআর করা হয়েছে এখনও অবধি কোনও চার্জশিট তৈরি করেনি। কিন্তু স্ক্রিনিং কমিটির এই সিদ্ধান্তে আমি স্বস্তি পেলাম। আগামীতে এরকম যে কোনও ঘটনায় কমিটি বড়সড় পদক্ষেপ করবে।"

বক্স অফিসে দেবের 'খাদান' ও শিবপ্রসাদের 'বহুরূপী' নিয়ে তরজা তুঙ্গে হয়েছিল। বছরের শুরুতেই সেই নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। সেই বিতর্কের পর অভিযোগ জানানোর পরও কোনও পদক্ষেপ করা হয়নি বা চার্জশিট তৈরি করা হয়নি। বরং দেবের তরফে একটি ফেসবুক লাইভে এসে অনুরাগীদের কটাক্ষ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন দেব। কারও নামোল্লেখ না করেই ট্রোলকে পাত্তা না দেওয়ার এই পরামর্শ দিয়েছিলেন শিবপ্রসাদ-জিনিয়ার উদ্দেশে। এবার সেই সবকিছুর সমাধান দিল স্ক্রিনিং কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাগাতার দেবভক্তদের কুৎসিত আক্রমণের জেরে সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং জিনিয়া সেন।
  • তাঁর অনুরাগীরা যখন ইন্ডাস্ট্রির সহকর্মীদের লাগাতার কটাক্ষ, আক্রমণে ভরিয়ে দিচ্ছিল, তখন দেব কেন চুপ?
  • প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই ঘটনার কোনও সুরাহা হয়নি। এবার স্ক্রিনিং কমিটির তরফে এই নিয়ে নেওয়া হল বড় পদক্ষেপ।
Advertisement