shono
Advertisement

আহতদের দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী, বাড়তে পারে মৃতের সংখ্যা, প্রকাশ করলেন আশঙ্কাও

প্রায় ৪০ মিনিট ট্রমা কেয়ার সেন্টারে ছিলেন মমতা।
Posted: 05:47 PM Jun 05, 2023Updated: 06:10 PM Jun 05, 2023

ক্ষিরোদ ভট্টাচার্য: ওড়িশার ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে হাজির মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে প্রায় ৪০ মিনিট ট্রমা কেয়ার সেন্টারে ছিলেন তিনি। শুধুমাত্র করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে নয়, খোঁজখবর নেন ট্রমা কেয়ার ভরতি অন্যান্য রোগীদেরও। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ডেকে কথা বলেন। তবে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, বাংলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ওড়িশায় এখনও ১২০টি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দেহ পড়ে রয়েছে। সেখানে বাংলার অনেকে থাকতে পারেন বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর।

Advertisement

দুর্ঘটনার পর থেকে কার্যত দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির অভিভাবকের ভূমিকা পালন করছেন মুখ্যমন্ত্রী। শনিবারই বাহানাগা স্টেশনে ছুটে গিয়েছিলেন তিনি। কথা বলেছিলেন রেলমন্ত্রীর সঙ্গে। এমনকী, সেখানকার হাসপাতালে চিকিৎসাধীনদের সঙ্গেও দেখা করেন। ফের মঙ্গলবার কটক ও ভুবনেশ্বর যাবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, “কটকে ৫৩ জনের চিকিৎসা চলছে। রাজ্যে ২০৬ জনের চিকিৎসা হচ্ছে। এখানকার রোগীরা ভাল আছে। ইতিমধ্যে রাজ্যে ৭৬টি মৃতদেহ আনা হয়েছে।” মঙ্গলবার কটক থেকে ফেরার পথে সময় পেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজেও আহতদের দেখতে যাবেন তিনি।

[আরও পড়ুন: ১১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হাই কোর্টে, পার্টি রাজ্যপালও]

তবে বাংলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “কটকে ১২০টি অজ্ঞাত পরিচয় দেহ রয়েছে। সেখানে বাংলার অনেকে থাকতে পারে। কিছু দেহ তো তালগোল পাকিয়ে গিয়েছে। কিছু দেহ দেখে নিজে শিউরে উঠেছি। ডিএনএ টেস্ট করে দেখতে হবে কারা রয়েছেন।” ফলে বাংলার মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘রুজিরাকে আটকানো অমানবিক’, ইডিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement