শান্তনু কর, জলপাইগুড়ি: মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দেখা করলেন আহতদের সঙ্গে। কথা বললেন চিকিৎসকদের সঙ্গে। এদিকে মুখ্যমন্ত্রীকে দেখতে গভীর রাতেও হাসপাতাল চত্বরে মানুষের ঢল। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী-সহ অন্যান্যরা।
এদিন জলপাইগুড়ি হাসপাতালে যাওয়ার পথে প্রথমে গোশালা মোড়ে নামেন তিনি। যান মৃত অনিমা বর্মনের বাড়িতে। পরিবারের সঙ্গে দেখা করার পর এলাকার বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কলে ত্রাণ শিবিরে থাকা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। এর পর চলে যান কালীতলা রোডে। সেখানে আরেক মৃত দ্বিজেন্দ্রনারায়ণ সরকারের বাড়িতে যান তিনি। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। সমবেদনা জানানোর পাশাপাশি আশ্বাস দেন পাশে থাকার।
[আরও পডু়ন: বাবার গায়ে থুতু, প্রতিবাদ করায় দাদা-বউদিকে শাবল দিয়ে খুন যুবকের!]
এর পর সোজায় জলপাইগুড়ি মেডিক্যালের পথে রওনা দেন মুখ্যমন্ত্রী। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১২ টায় হাসপাতালে প্রবেশ করেন তিনি। আহতরা ভর্তি পাঁচতলায়। ফলে মুখ্যমন্ত্রী সোজা চলে যান পাঁচতলায়। আহতদের সঙ্গে গিয়ে কথা বলেন তিনি। কার কী সমস্যা আছে তা শোনেন। কোথায় লেগেছে জিজ্ঞেস করেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়েই অনেকেই বলেন, ঝড়ে তাঁদের বাড়ি ভেঙে গিয়েছে। নির্বাচনী বিধি লাগু হওয়ায় তিনি কোনও আর্থিক সাহায্য ঘোষণা না করলেও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হাসপাতাল থেকে বেরনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা। হাসপাতাল কর্মীদের প্রশংসা করেন তিনি। জানান উদ্ধারকাজ শেষ হয়েছে। বললেন, "দলের সকলে কাজ করেছে। প্রশাসন ভাল করেছে। এখন রাজনীতির সময় নয়।"