shono
Advertisement

রাজনৈতিক সংঘাতের মধ্যেই সৌজন্য, প্রধানমন্ত্রীকে বাংলার আম উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী

রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে আম পাঠিয়েছেন মমতা।
Posted: 10:49 AM Jun 08, 2023Updated: 10:58 AM Jun 08, 2023

গৌতম ব্রহ্ম: রাজনৈতিক বিবাদ, কেন্দ্র-রাজ্য সংঘাত, রাজ্যের বকেয়া নিয়ে নিত্য টানাপোড়েন। এসব রয়েছে আগের মতোই। কিন্তু এসবের মধ্যেই যথাস্থানে রয়েছে রাজনৈতিক সৌজন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও সেই সৌজন্য দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে বাংলার বিখ্যাত আম উপহার দিলেন মমতা।

Advertisement

হিমসাগর, লক্ষণভোগ, ল‌্যাংড়া ও ফজলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বাংলার বিখ্যাত সব আম পাঠানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দপ্তরে। বাক্সবন্দি আম পাঠানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও (DY Candrachud)। তবে মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠানোটা একেবারেই নতুন কিছু নয়। গত ১২ বছর ধরেই এই পরম্পরা চলছে। প্রোটোকল মেনে আম যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে। তেমনটা এবারও গেল। বুধবার দিল্লির রেসিডেন্সিয়াল কমিশন সূত্রে এই খবর জানা গিয়েছে।

[আরও পড়ুন: দিল্লি অর্ডিন্যান্স নিয়ে এবার কেজরিওয়ালের পাশে অখিলেশ, একত্রিত হচ্ছে বিরোধী শিবির]

তবে অন্যান্য বারের চেয়ে এবারের রাজনৈতিক পরিস্থিতি আলাদা। একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের সংঘাত এখন চরমে। ওড়িশার রেল দুর্ঘটনা নিয়েও তীব্র তরজা চলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। আবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, রাজ্যের বিভিন্ন নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিজেপি-তৃণমূল (TMC) তরজাও চরমে। কেন্দ্রের সরকার তথা প্রধানমন্ত্রীকে নিত্যদিন রাজনৈতিকভাবে আক্রমণও করে চলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এসব তরজার মধ্যেও অমলিন আম-সৌজন‌্য!

[আরও পড়ুন: করমণ্ডলের রেশ কাটার আগেই ওড়িশায় রেলে বিপত্তি, মালগাড়িতে কাটা পড়লেন ৪ শ্রমিক]

রাজনৈতিক দূরত্ব থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও উপহার পাঠিয়েছেন নরেন্দ্র মোদিকে। ২০১৯ সালে দুর্গাপুজোর প্রাক্কালে প্রধানমন্ত্রীর জন্য কুর্তা-পাজামা ও মিষ্টি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর আম তিনি প্রতিবছরই পাঠান। আর শুধু দিল্লিতেই নয়, প্রতি বছরের আম যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও। এবারেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবছর আম পাঠিয়েছেন মমতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement