shono
Advertisement

শপথ নিলেন মমতা-সহ ৫ জেলার বিজয়ী বিধায়করা

মমতা-সহ আজ শপথ নিলেন কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বিজয়ী বিধায়করা৷ The post শপথ নিলেন মমতা-সহ ৫ জেলার বিজয়ী বিধায়করা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:07 PM May 28, 2016Updated: 05:54 PM May 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুম্মাবারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন৷ আর আজ, শনিবার ৩.৩১ মিনিটে  ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতা-সহ আজ শপথ নিলেন কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বিজয়ী বিধায়করা৷ তবে সব বিধায়করা আজ শপথ নেননি৷ বাকি জেলার বিধায়করা শপথ নেবেন সোমবার৷

Advertisement

আজ শপথ নেন পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়-সহ শহর ও শহরতলির বিধায়করা। এবার পরিষদীয় দলের ডেপুটি লিডার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক হয়েছেন নির্মল ঘোষ ও ডেপুটি চিফ হুইপ তাপস রায়। বিধানসভা ভবনের নৌশাদ আলি কক্ষে বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার জটু লাহিড়ী৷ আজ পাঁচ জেলার কংগ্রেস এবং সিপিএমের বিধায়করাও শপথ নেন৷ মঙ্গলবার হবে স্পিকার নির্বাচন৷ প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিমান বন্দ্যোপাধ্যায় ফের স্পিকার হিসাবে প্রস্তাব করা হবে৷ প্রস্তাবিত ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি৷

(কাজ ফেলে রাখা যাবে না, মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার)

এদিন তিনটের পর বিধায়কদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান হলেও দুপুরের মধ্যেই অধিকাংশ বিধায়ক বিধানসভায় চলে আসেন৷ চলে সৌজন্য বিনিময়৷ অনেকেই সতীর্থদের সঙ্গে অল্প-বিস্তর হাসি-ঠাট্টায় মেটে ওঠেন৷ প্রত্যেককেই দেখা যায় অনেকটাই ফুরফুরে মেজাজে৷ তবে সোমবার থেকেই ফের কাজে মন দেবেন সবাই৷ শপথ নিতে যাওয়ার আগেই আজ সকালে আদ্যাপীঠে গিয়ে পুজো দেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ আজ কলকাতা ও শহরতলির বিধায়করা শপথ নিলেন৷ বাকিরা নেবেন সোমবার৷ প্রত্যেক বিধায়ক সঙ্গে মাত্র দু’জন করে পরিবারের সদস্য আনতে পেরেছেন আজ৷ কারণ হলঘরের জায়গা খুবই কম৷ অতিরিক্ত কাউকে শপথগ্রহণের সময় নৌশাদ আলি কক্ষে ঢুকতে দেওয়া হবে না বলে বিধানসভার নিরাপত্তা আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে৷

The post শপথ নিলেন মমতা-সহ ৫ জেলার বিজয়ী বিধায়করা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement