shono
Advertisement

ফুটপাথে বসে জুতো সেলাই করেন, আয়করের নোটিস এল ১০ লক্ষ টাকার

কেন জানেন? The post ফুটপাথে বসে জুতো সেলাই করেন, আয়করের নোটিস এল ১০ লক্ষ টাকার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 PM Apr 03, 2017Updated: 03:26 PM Apr 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মজুমদার গেট৷ গুজরাটের জুনাগড়ের এই ব্যস্ত এলাকাতেই দিনের বেশিরভাগ সময়টা কাটে মনসুখভাইয়ের৷ শখে নয় পেশার তাগিদে৷ পেশা কী? নিত্যযাত্রীদের জুতো পালিশ করা, প্রয়োজনে জুতো সারিয়ে দেওয়া৷ এভাবেই কোনওমতে চলে যাচ্ছিল জীবন৷ আচমকা যেন বজ্রাঘাতের মতো এল আয়কর দপ্তরের নোটিস৷ অভিযোগ, বেআইনিভাবে ১০ লক্ষ টাকার লেনদেন হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে৷ এর সদুত্তর দিতে বলা হয়েছে মনসুখভাইকে৷ যদি তা তিনি না করতে পারেন, তাহলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে তাঁর বিরুদ্ধে৷

Advertisement

[নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?]

জুতো পালিশ ও সারাই করে দিনের শেষে কোনওমতে ১০০ টাকা মতো জোটে৷ কোনও কোনও দিন তাও জোটে না৷ সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কথা অতি বড় স্বপ্নেও ভাবতে পারেন না বলে জানান মনসুখভাই৷ কোথা থেকে, কেমন করে তাঁর নামে এই অ্যাকাউন্ট উদয় হল? কেমন করেই বা তাতে এত টাকার লেনদেন হল? তা এখনও বুঝে উঠতে পারছেন না তিনি৷ এমনকী, আয়কর কী বস্তু সেই সম্পর্কেও কোনও ধারণা নেই তাঁর৷

[‘রাজপুত নয়, যোধাবাঈ ছিলেন পর্তুগিজ মহিলা’]

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই মনসুখভাইয়ের নামে এই অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে৷ অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া এবং দেওয়া তারপর থেকেই শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের পর থেকেই সারা দেশে কালো টাকার কারবারিদের মাথায় হাত পড়েছিল৷ বেআইনি নগদ টাকা বদলের জন্য অনেকেই অনেক পথ অবলম্বন করেছেন৷ তেমনই কোনও বেআইনি কাজ এক্ষেত্রে হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে৷ তবে মনসুখভাইয়ের মাথায় এখন একটাই চিন্তা৷ আয়কর দপ্তরের এই নোটিশের উত্তরে তিনি কী বলবেন?

[‘৫০০ টাকা দেয়নি ইয়াহিয়া, অর্ধেক দেশ দিয়ে ঋণ মেটাচ্ছে পাকিস্তান’]

[ফের প্রকাশ্যে ‘আজাদি’ স্লোগান তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা]

The post ফুটপাথে বসে জুতো সেলাই করেন, আয়করের নোটিস এল ১০ লক্ষ টাকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement