সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় হয়। টাকার সংস্থান না থাকলেও শুধুমাত্র ইচ্ছাশক্তির জোরেও যে কাউকে সাহায্য করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ৮০ জন তরুণী। ক্যানসার রোগীদের পাশে দাঁড়াতে নিজেদের চুল দানের সিদ্ধান্ত নিলেন তাঁরা। যা ক্যানসার রোগীদের পরচুল তৈরিতে কাজে লাগবে।
একজন ক্যানসার রোগী শুধু যে শারীরিক কষ্ট পান তা নয়। চিকিৎসার জেরে তার শারীরিক বিভিন্ন বদল আসে, তা তাঁদের জন্য মানসিক কষ্টেরও কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। চিকিৎসা একজন ক্যানসার রোগীকে সুস্থ করে তুলতে পারে ঠিকই। তবে একজন রোগী অবশ্যই তাঁদের পাশে চান এমন একজনকে যে তাঁকে ভরসা জোগাবে। যে কষ্টের সময় বাড়িয়ে দেবে কাঁধ। অর্থসাহায্য ছাড়াও মানুষের পাশে থাকা যায়, তা যেন প্রমাণ করলেন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের অন্তত ৮০ জন কলেজ ছাত্রী। তাঁরা ক্যানসার রোগীদের জন্য চুল দান করলেন। কমপক্ষে আট ইঞ্চি করে চুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ওই তরুণীদের দেওয়া চুল দিয়ে ক্যানসার আক্রান্ত রোগীদের পরচুল তৈরি হবে।
[আরও পড়ুন: করোনা সংক্রমণের পরীক্ষা করা হয়েছে রাহুল গান্ধীর! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
অনেক সময় ক্যানসারের চিকিৎসার জন্য অনেক রোগীরই চুল উঠে যায়। সেক্ষেত্রে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে কুণ্ঠাবোধ করেন। তাই তাঁদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলেই জানিয়েছেন ওই ছাত্রীরা। তাঁরা বলেন, “আমাদের সকলেরই ইচ্ছা ছিল ক্যানসার রোগীদের পাশে দাঁড়াব। কিন্তু কলেজে পড়ি। বাড়ি থেকে যা টাকা দেওয়া হয় তা দিয়ে কোনও ক্যানসার রোগীর পাশে দাঁড়ানো সম্ভব নয়। তাই আর্থিক সাহায্যের কথা আমরা ভাবতে পারিনি। তারপর ভাবতে শুরু করি যদি অন্য কোনওভাবে তাঁদের পাশে দাঁড়ানো যায়। এরপর সকলে মিলে সিদ্ধান্ত নিই আমরা আমাদের আট ইঞ্চি করে চুল তাঁদের দেবো। ওই চুল দিয়েই তৈরি হবে ক্যানসার রোগীদের পরচুল।”
সোশ্যাল মিডিয়ার যুগে কোয়েম্বাটুরের কলেজ ছাত্রীদের এই উদ্যোগ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বেশিরভাগ নেটিজেনের টাইমলাইনের সিংহভাগ দখল করে নিয়েছে তরুণীদের চুল দানের কথা। সকলেই ধন্য ধন্য করছেন তাঁদের। এভাবে এগিয়ে এলে সমাজ প্রকৃত অর্থেই সকলের বাসযোগ্য হয়ে উঠবে বলেই মনে করছেন অধিকাংশ নেটিজেন।
The post ক্যানসার রোগীদের চুল দান, নারী দিবসের আগে কলেজ ছাত্রীদের উদ্যোগকে কুর্নিশ নেটদুনিয়ার appeared first on Sangbad Pratidin.