সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় অজিত দোভালের ছেলে বিবেক দোভালের নামে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এর জেরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশের নাম মানহানির মামলা করেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ছেলে। শনিবার নিজের বিতর্কিত মন্তব্যের জন্য বিবেক দোভালের (Vivek Doval) কাছে ক্ষমা চাইলেন বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা। স্বীকার করলেন ভুল করে ওই মন্তব্য করেছিলেন তিনি। এরপরই জয়রাম রমেশকে ক্ষমা করে মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন বিবেক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) সাংবাদিক বৈঠকে করে অজিত দোভালের ছেলের নামে বিতর্কিত মন্তব্য করেন। পরে সেই কথা তিনি উল্লেখ করেন একটি পত্রিকার প্রবন্ধেও। বিষয়টির কথা জানতে পেরেই নয়াদিল্লির একটি আদালতে জয়রাম রমেশ ও ওই পত্রিকার বিরুদ্ধে মানহানির মামলা করেন বিবেক দোভাল। সেই মামলায় অপদস্থ হওয়ার আশঙ্কাতেই জয়রাম রমেশ ক্ষমা চাইলেন বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
[আরও পড়ুন: ফের কংগ্রেস সভাপতি পদে সোনিয়াপুত্র? নেতৃত্বের সঙ্গে ম্যারাথন বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাহুলের ]
যদিও শনিবার এপ্রসঙ্গে বর্ষীয়ান ওই কংগ্রেস নেতা বলেন, ‘নিবার্চনের সময় উত্তেজনার বশে বিবেক দোভালের নামে একাধিক অভিযোগ করেছিলাম। বিষয়গুলো খতিয়ে দেখে আমার মন্তব্য করা উচিত ছিল।’
অন্যদিকে বিবেক দোভাল বলেন, ‘জয়রাম রমেশ ক্ষমা চেয়েছেন। আমরা তাঁকে ক্ষমা করেছি। এখনও শুধু কারাভ্যান ম্যাগাজিনের নামেই কেস চলবে।’