shono
Advertisement

Breaking News

‘সুকান্তর জামাকাপড় খুলে নেবে, কলাপাতা পরে ফিরতে হবে বাড়ি’, ফের বেফাঁস উদয়ন

পালটা দিতে গিয়ে বেলাগাম বিজেপির সজল ঘোষও।
Posted: 10:13 AM May 31, 2023Updated: 10:23 AM May 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বঙ্গ রাজনীতিতে কুকথার ছড়াছড়ি! এবার সুকান্ত মজুমদারকে ‘কলাপাতা পরিয়ে’ বাড়ি পাঠানোর হুমকি দিলেন উদয়ন গুহ (Udayan Guha)। জবাব দিতে গিয়ে বিজেপি নেতা সজল ঘোষের পালটা কটাক্ষ, ‘বুড়ো বয়সে ভীমরতি হয়েছে ওঁর।’ সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে ফের শুরু কুকথার লড়াই।

Advertisement

সম্প্রতি একের পর এক বিতর্কিত মন্তব্য় করে খবরের শিরোনামে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার বিজেপির রাজ্য সভাপতিকে হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন তিনি। উদয়ন গুহ বলেন, “সুকান্ত মজুমদারকে বলছি, নিরাপত্তারক্ষী না নিয়ে রাস্তায় বের হন, সাধারণ মানুষ জামাকাপড় খুলে নেবে। কলাপাতা পরে বাড়ি ফিরতে হবে।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। প্রসঙ্গত, কোচবিহারে দাঁড়িয়ে উদয়নকে হুমকি দিয়েছিলেন সুকান্ত মজুমদারও। বলেছিলেন, “নিরাপত্তারক্ষী না থাকলে ১৫ মিনিটে শেষ উদয়ন।” এরই পালটা দিলেন রাজ্যের মন্ত্রী।

[আরও পড়ুন: অরুণলাল-আশিস বিদ্যার্থীর পর এবার লক্ষ্মণ শেঠ, সাতাত্তরের দাপুটে নেতা ফের ছাদনাতলায়]

তৃণমূল বিধায়ককে জবাব দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য় করে বসেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষও। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় উদয়নের মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। তাঁর কথায়, রাজনীতিতে কুকথার আমদানি করেছে তৃণমূল। এটা ওদের সংস্কৃতি। বাংলার মানুষ এধরনের কথা ভালভাবে নিচ্ছে না। এরপরই রাজ্যের মন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন সজল ঘোষ। বলেন, বাবার পরিচয় ছিল বলে করে-কম্মে খাচ্ছে। ওঁর (উদয়ন গুহ) বাবার নাম বদনাম করেছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে।” এরপরই তাঁর হুমকি, “সুকান্ত একা নন, রাস্তাঘাটে সবাইকে বের হতে হয়। রাজ্যের বিভিন্ন রাস্তা, কলকাতার রাস্তাতেও সবাইকে হাঁটতে হয়। পতাকা ছেড়ে ওঁর জেতার ক্ষমতা ছিল না। পুলিশ ছাড়া রাস্তায় নামুক উদয়ন, তারপর বুঝব।”

[আরও পড়ুন: কোন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার কালীঘাটের কাকু? তৃণমূল নেতার মোবাইলে লুকিয়ে রহস্য!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার