দেবশ্রী সিনহা: জন্মদিনেও কটাক্ষের কাঁটা হয়ে রইল পারিবারিক ইতিহাসই৷ এ নিয়ে মুখে কেউ আলোচনা না করলেও চাপা গুঞ্জনে অনেকেই বলছেন, ৪৬ বছর বয়সে একবার প্রধানমন্ত্রিত্ব করে ফেলেছিলেন রাহুলের প্রয়াত পিতা রাজীব গান্ধী৷ ঘটনাচক্রে এদিন ছিল ফাদারস ডে-ও৷ এই সুযোগ কাজে লাগিয়েই অনেকেই রাহুলকে বাবার কথা মনে করিয়ে দিয়েছেন৷ আর তাতেই তুল্যমূল্য বিচারে প্রশ্ন উঠেছে যোগ্যতা নিয়ে৷
পাঁচ রাজ্যে নির্বাচনী ভরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে অনেক সিনিয়র নেতাই প্রকাশ্যে মুখ খুলেছেন৷ অনেকে আবার আসন্ন্ পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য ঘুরিয়ে প্রিয়াঙ্কাকে মুখ করার দাবি তুলেছেন৷ আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি মাত্র ৪৬ বছরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেল গান্ধী পরিবারের তথাকথিত যুবরাজের রাজনৈতিক কেরিয়ার? যদিও এ সব আলোচনাকে কোনও গুরুত্বই দিতে চান না এআইসিসি-র প্রথম সারির নেতারা৷ তাঁদের পাল্টা যুক্তি, ২০০৯ সালে যখন তৃতীয় বিকল্পের চ্যালেঞ্জ সামলে ইউপিএ কেন্দ্রে ফিরে আসে, সেইসময় যাবতীয় কৃতিত্ব রাহুলকেই দিয়েছিল দল৷
এদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তাঁর ৪৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী টুইট করেন, “কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই৷ ”
The post জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না রাহুলের appeared first on Sangbad Pratidin.