shono
Advertisement

মানবিক সেনা! জখম মাওবাদীকে কাঁধে নিয়ে চিকিৎসার জন্য ৫ কিমি হাঁটলেন জওয়ানরা

সেনার গুলিতেই আহত হয়েছিলেন মাওবাদী।
Posted: 06:07 PM Oct 15, 2023Updated: 06:07 PM Oct 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদীদের নিকেশ করতেই শুরু হয়েছিল তুমুল গুলির লড়াই। যদিও এক মাওবাদী আহত হওয়ার পর সেনা জওয়ানদের মানবিক মুখ দেখল গোটা দেশ। গুলিবিদ্ধ মাওবাদীকে পাঁচ কিলোমিটার কাঁধে করে হাসপাতালে নিয়ে গেলেন জওয়ানরা। এর ফলেই প্রাণে বাঁচেন তিনি। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় এই ঘটনায় সেনাকে কুর্নিশ জানাচ্ছে আমজনতা।

Advertisement

সিংভূম জেলায় হুসিপি জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে, আগে থেকেই খবর ছিল সেনার কাছে। সেই মতো অভিযান চালানো হয়। শুরু হয় তুমুল গুলির লড়াই। তখনই আহত হন ওই মাওবাদী। যদিও সঙ্গীরা তাঁকে ফেলেই পালিয়ে যান। এর পরেই তল্লাশি অভিযানের সময় আহত মাওবাদীকে কাতরাতে দেখেন জওয়ানরা। গুরুতর আহত হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার ছিল। সেই ব্যবস্থা করেন সেনা জওয়ানরা।

[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]

সমস্যা বাঁধে জঙ্গলের কাছে কোনও স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল না থাকায়। এর পরই প্রায় পাঁচ কিলোমিটার ট্রেক করে আহত মাওবাদীকে হাতিবুরু ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। এর পর এয়ারলিফ্টের মাধ্যমে আহত মাওবাদীকে পরবর্তী পর্যায়ের চিকিৎসার জন্য রাঁচীর সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

[আরও পড়ুন: মেট্রোপথে মাতৃদর্শন, কোন স্টেশনের কাছে কোন মণ্ডপ? জেনে নিন এক ঝলকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement