ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রুখতে দেশের একটা বড় অংশ লকডাউন। তা সত্ত্বেও আইন ভেঙে মানুষজন বাইরে বেরচ্ছেন, নিজেদের সুরক্ষার ভাবনা উড়িয়ে। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১২। আক্রান্ত পাঁচশো পেরিয়েছে। এ রাজ্যে নতুন করে দু’জনের শরীরে COVID-19 জীবাণু পাওয়ায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়। যার মধ্যে সোমবার বিকেলে একজনের মৃত্যু হয়েছে। ৩২টি রাজ্য ও ৭ কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া দেশবাসী। কিন্তু জনসচেতনতা কতটা কাজ করছে, তা এক বড় প্রশ্ন। অন্যদিকে, ইউরোপে করোনায় মৃতের সংখ্যা ১৬০০০ ছুঁয়েছে, যার মধ্যে ইটালিতে সর্বোচ্চ – ছ হাজারের বেশি। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট –
সন্ধে ৯.৩০: মঙ্গলবার মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল সমস্ত অন্তর্দেশীয় বিমান পরিষেবা।
সন্ধে ৯.০০: দেশজুড়ে লকডাউনের মধ্যেও খোলা থাকবে শেয়ার মার্কেট।
সন্ধে ৮.০০: জাতির উদ্দেশে ভাষণ মোদির। জনতা কারফিউ সফল করার জন্য সকলের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় একমাত্র বিকল্প হল সামাজিক দূরত্ব বজায় রাখা। সংক্রমণ রোখার এছাড়া আর কোনও উপায় নেই। কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতা আপনার পরিবার ও বন্ধুবান্ধব তথা গোটা দেশকে বড় সমস্যায় ফেলে দিতে পারে। এর জন্য ভারতকে কত বড় মূল্য দিতে হবে, তা আন্দাজও করা যাবে না। আজ রাত ১২টা থেকে গোটা দেশে লকডাউন। এটাও একপ্রকার কারফিউ। হাত জোড় করে প্রার্থনা করছি, বাড়ি থেকে বেরবেন না। যে যেখানে আছেন, সেখানেই থাকুন। আগামী ২১ দিন লকডাউন থাকবে। ২১ দিন নিয়ম না মানলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে। চিকিৎসা খাতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন প্রধানমন্ত্রী।
সন্ধে ৭.১০: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৩৬। আর কিছুক্ষণ পরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিকেল ৫: রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে মুখ্যমন্ত্রী। এবার মুখে N95 মাস্ক। সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে দেখা করে নিলেন খোঁজখবর।
বিকেল ৪.৪৭: চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা বিদেশমন্ত্রী এস জয়শংকরের।
বিকেল ৪.৩১: চিড়িয়াখানায় বন্দি প্রাণীদের জন্য খাবার, জল, ওষুধ সরবরাহ করা প্রয়োজন। জানাল কেন্দ্র।
বিকেলে ৪.২৭: এনআরএসের পর এসএসকেএম হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দিলেন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক।
বিকেল ৪.১৪: এনআরএস হাসপাতাল সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী। মুখ বাঁধা সাদা রুমালে। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে নিলেন তিনি।
বিকেল ৪: কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে পুলিশ কমিশনার অনুজ শর্মা। হাসপাতাল চত্বর থেকে ভিড় সরালেন কমিশনার। এই সরকারি হাসপাতালকে শুধুমাত্র করোনা চিকিৎসার জন্য গড়ে তোলা হচ্ছে।
দুপুর ৩.৫৪: আর জি কর হাসপাতালে মমতা, পুলিশ কমিশনার। হাসপাতাল সুপারের হাতে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম – স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস তুলে দেন মুখ্যমন্ত্রী। কলকাতা মেডিক্যাল কলেজমুখী মুখ্যমন্ত্রীর কনভয়।
দুপুর ৩.৪০: যেমন বলা, তেমনই কাজ। নবান্ন থেকে কনভয় নিয়ে গিরিশ পার্ক এলাকা ঘুরে বেড়ালেন মুখ্যমন্ত্রী। বেলার দিকে এই এলাকায় লোকজন পথেঘাটে বেরিয়েছেন, রাস্তায় খেলাধুলোও করেছেন।
[আরও পড়ুন: করোনা আতঙ্কের মাঝেই মিড-ডে মিল নিতে স্কুলে পড়ুয়ারা, শাস্তির মুখে প্রধান শিক্ষক]
দুপুর ৩.২২: হিমাচল প্রদেশে জারি কারফিউ, ঘোষণা প্রশাসনের।
দুপুর ৩.২০: রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ল ৩১ মার্চ পর্যন্ত, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। দিনমজুরদের জন্য চালু ‘প্রচেষ্টা’ প্রকল্প। দিন প্রতি ১০০০ টাকা করে দেওয়া হবে তাঁদের জন্য। রাস্তায় নেমে ক্রিকেট খেলবেন না, কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, রাস্তায় পুলিশের সঙ্গে অভিযানে নামবেন তিনিও।
দুপুর ৩.০৫: এটিএম কার্ড ব্যবহারে আলাদা কোনও চার্জ দিতে হবে না। তিন মাসে যতবার, যে কোনও ব্যাংকে এটিএম ব্যবহার করা যাবে। ন্যূনতম অঙ্কের টাকা জমা রাখারও প্রয়োজন নেই। করোনা পরিস্থিতিতে অর্থনীতির গুরুত্ব বুঝে ঘোষণা কেন্দ্রের।
দুপুর ৩: কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের তথ্য পরীক্ষা হবে ৭ দিনের বদলে ৩ দিনেই। ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।
দুপুর ২.৫৮: SIP আমদানি-রপ্তানিতে কোনও বাধা নেই। এই সংক্রান্ত ব্যবসায়িক তথ্য দেওয়ার সময়সীমা বাড়ল তিন মাস। জানালেন নির্মলা সীতারমণ।
দুপুর ২.৩৬: জিএসটি রিটার্নের মেয়াদও বাড়ানো হল ৩০ জুন পর্যন্ত। যে সমস্ত কোম্পানির আয় ৫ কোটি বা তার কম, তাদের কোনও সুদ বা পেনাল্টি দিতে হবে না। বড় কোম্পানির ক্ষেত্রে মেয়াদের ১৫দিন পরও লেট পেমেন্টের ক্ষেত্রে কোনও সুদ দিতে হবে না। তার পরে জমা দিলে সুদের হার হবে ৯ শতাংশ।
দুপুর ২.৩০: আধার-প্যান কার্ড সংযুক্তিকরণের মেয়াদ বেড়ে হল ৩০ জুন ২০২০। যার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।
দুপুর ২.২৭: আয়কর রিটার্নের মেয়াদ বেড়ে ৩০ জুন করা হল। এক্ষেত্রে সুদের হার ১২ শতাংশ থেকে কমে ৯ শতাংশ। টিডিএস জমার ক্ষেত্রে ১৮ শতাংশের বদলে কমে হল ৯ শংতাশ।
দুপুর ২.২০: মণিপুরে জারি কারফিউ। আজ সকালেই এখানে ব্রিটেন ফেরত এক ছাত্রীর শরীরে মিলেছে করোনার জীবাণুু।
দুপুর ১.৫০: করোনা সংক্রমণ রুখতে রাজ্যের জেলবন্দিদের নিয়ে কী ভাবনা? জানতে চাইল হাই কোর্ট। ৩ সদস্যের বিশেষ কমিটি তৈরি করে ৩১ মার্চের মধ্যে রিপোর্ট তলব।
দুপুর ১.৩০: উত্তরপ্রদেশে ২৫-২৭ মার্চ পর্যন্ত লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
দুপুর ১.১০: দমদমে করোনা আক্রান্ত মৃতের সহকর্মী শ্বাসকষ্ট নিয়ে এনআরএসে ভরতি। তাঁর করোনা সংক্রমণ হতে পারে, আশঙ্কায় আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা শুরু।
দুপুর ১.০৮: আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে কনফারেন্স কল বাতিল BCCI-এর। বিশ বাঁও জলে আইপিএলের ভবিষ্যৎ।
দুপুর ১.০৫: ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় হবে করোনা আক্রান্তদের চিকিৎসা, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের।
দুপুর ১.০৩: ছুটিতে থাকলেও, রেলের অস্থায়ী কর্মীদের মজুরি মিলবে। জানাল রেল।
দুপুর ১২.৫৮: লকডাউনের নিয়ম ভাঙলে রাজ্য সরকারকে কারফিউ জারির পরামর্শ কেন্দ্রের। ইতিমধ্য়ে পাঞ্জাব, মহারাষ্ট্র, পুদুচেরিতে কারফিউ জারি হয়েছে। একাধিক শহরে লকডান না মেনে মানুষ পথেঘাটে নামতে দেখে এই সিদ্ধান্ত কেন্দ্রের।
দুপুর ১২.৪৮: করোনা মোকাবিলায় তামিলনাড়ু সরকারের প্রশংসনীয় উদ্যোগ। নিরলস পরিশ্রমের জন্য স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের জন্য বিশেষ আর্থিক অনুদান ঘোষণা প্রশাসনের।
দুপুর ১২.৩০: ভারতে আরও বাড়ল মৃত্যু। আহমেদাবাদের ষাটোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হল আহমেদাবাদের কস্তুরবা হাসপাতালে। এ নিয়ে দেশে মৃতের সংখ্য়া বেড়ে ১২।
বেলা ১১.৫০: দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সোনিয়া গান্ধী।
বেলা ১১.৪০: পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। হুবেইতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলতে চলেছে চিন প্রশাসন।
বেলা ১১.২০: করোনা পরিস্থিতিতে বাড়ছে উদ্বেগ। ২৬ মার্চ হচ্ছে না রাজ্যসভার নির্বাচন। নতুন দিনক্ষণ স্থির হবে পরে। জানিয়ে দিল নির্বাচন কমিশন।
বেলা ১১: আজ রাত ৮টায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে সূত্রের খবর।
সকাল ১০.৩০: বাজারে স্য়ানিটাইজারের অভাব মেটাতে এগিয়ে এল খড়গপুর আইআইটি। সেখানকার গবেষকদের হাতে তৈরি হল নতুন হ্যান্ড স্যানিটাইজার। WHO’র নিয়ম মেনে তা তৈরি করা হয়েছে বলে দাবি গবেষকদের।
সকাল ১০.২০: মহারাষ্ট্রে আরও ৪ জনের শরীরে মিলল করোনার জীবাণু। আক্রান্তের সংখ্য়া ১০০ ছুঁয়ে ফেলল।
সকাল ১০.১০: ভেলোরে COVID-19 পরীক্ষার জন্য নতুন ল্যাবরেটরি তৈরি হতে চলেছে, ঘোষণা তামিলনাডু সরকারের। ভিড় এড়াতে রেশন গ্রাহকদের খাদ্যসামগ্রী নেওয়ার জন্য টোকেন দেওয়া হচ্ছে।
সকাল ৯.২৫: ফ্রান্সে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৭৯০, আমেরিকায় একদিনে ৫৫০ জনের মৃত্যু হয়েছে।
সকাল ৯.০১: মালয়েশিয়ায় আটকে থাকা কয়েকজন ভারতীয়কে উড়িয়ে আনা হল চেন্নাইয়ে।
সকাল ৮.৫৫: উত্তর-পূর্ব ভারতেও করোনার থাবা। মণিপুরে একজনের দেহে মিলল COVID-19 এর জীবাণু।
[আরও পড়ুন: পরিকাঠামোর অভাবে হচ্ছে না পরীক্ষা! ভারতে করোনার আসল সংখ্যা নিয়ে উদ্বেগ]
সকাল ৮.৩২: দিনমজুরদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা উত্তরাখণ্ড প্রশাসনের।
সকাল ৮.২০: সকাল ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে লকডাউন ঘোষণা নেপালে। ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি।
৮.০৫: করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি। ব্রিটেনে তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা প্রধানমন্ত্রী বরিস জনসনের।
[আরও পড়ুন: ক্রমশ দাপট বাড়াচ্ছে করোনা, রাজ্যে আরও ২ জনের শরীরে মিলল জীবাণু]
সকাল ৮: চিনে নতুন করে করোনা সংক্রমণের হার দ্বিগুণ। বেশিরভাগই বাইরে থেকে আগতদের থেকে ছড়িয়ে পড়েছে, দাবি চিনা প্রশাসনের।
সকাল ৭.৪৫: মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬। দেশের মধ্যে এই রাজ্যেই করোনা সংক্রমণের ছবিটা সবচেয়ে ভয়াবহ।
সকাল ৭.৪২: লকডাউন সত্ত্বেও দিল্লির শাহিনবাগে প্রতিবাদীদের জমায়েত। তা ভাঙতে কড়া পুলিশ। ১৪৪ ধারা জারি করে ওই চত্বর থেকে জমায়েত সরিয়ে দেওয়া হল।
সকাল ৭.৩৫: করোনা সংক্রমণ রুখতে অবশেষে টোকিও অলিম্পিক বাতিলের সিদ্ধান্ত IOC’র। ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে না অলিম্পিক। জানালেন কমিটির অন্যতম আধিকারিক ডিক পাউন্ড।
সকাল ৭.৩২: হু হু করে বাড়ছে নোভেল করোনার সংক্রমণ। ১৯২ টি দেশে জীবাণুর থাবা। ইউরোপে মারণ জীবাণু করোনা ভাইরাস। এখনও পর্যন্ত এর বলি ১৬ হাজার।
[আরও পড়ুন: ‘অমাবস্যায় ভাইরাসের শক্তি বেড়ে যায়’, টুইট করে বিতর্কে বিগ বি]
সকাল ৭.২৫: কলকাতায় আরও দুই ব্যক্তির দেহে মিলল করোনার জীবাণু। তাঁদের একজন লন্ডন এবং অপরজন মিশর থেকে ফিরেছিলেন বলে খবর। দু’জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা শুরু হয়েছে। আরও নিশ্চিত হওয়ার জন্য ফের নমুনা পরীক্ষা হবে আজ।
The post করোনা আতঙ্ক: দেশজুড়ে লকডাউনের মধ্যেও খোলা থাকবে শেয়ার মার্কেট appeared first on Sangbad Pratidin.
