সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা রাজ্যে লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশাসন। চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। রবিবার কেন্দ্রের তরফে দেশে ৭৫টি জেলা লকডাউনের পরামর্শ দেওয়া হয়। এরমধ্যে কলকাতাও রয়েছে। কেন্দ্রের সেই সুপারিশ মেনে তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। প্রসঙ্গ, দেশজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে কয়েকজনের বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকা সত্বেও আক্রান্ত হয়েছেন। অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশনের আশঙ্কা তৈরি হচ্ছিল। এই প্রবণতা রুখতে একমাত্র উপায় লকডাউন। এবার সেই পথেই হাঁটল রাজ্য সরকার। কিছুক্ষণের মধ্যে জারি হবে নোটিফিকেশন। ফলে আগামী কয়েকদিন শুধুমাত্র অত্যাবশকীয় পরিষেবা মিলবে। এরমধ্যে রয়েছে দুধ, ওষুধ, রেশন দোকান, পেট্রল পাম্প, দমকলের মত হাতে গোনা কিছু পরিষেবা। তবে বাজার বা দোকান কখন কীভাবে খোলা থাকবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি।
[আরও পড়ুন : ঘরে ফেরা শ্রমিকদের পরীক্ষা করছে না রেল, সংক্রমণের শঙ্কায় তোপ মুখ্যমন্ত্রীর]
ইতিপূর্বে আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা হয় রেল পরিষেবাও। এরপরই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হল। বিশেষজ্ঞরা আগেই বলেছিল, করোনা রুখতে লকাডাউন ছাড়া আর কোনও উপায় ছিল না। অন্যথায় সামাজিক মেলামেশা এড়ানো যেত না। তাই কার্যত বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের যে যে দেশে মহামারি করোনা রোখা গিয়েছে, তারা লকডাউনের পথে হেঁটেছে। লকডাউন না করে মৃত্যু মিছিল দেখেছে ইতালি। সেই ভুল করতে নারাজ ভারত।
[আরও পড়ুন : গীতাঞ্জলি এক্সপ্রেসে করোনা আতঙ্ক, আক্রান্ত সন্দেহে যাত্রীদের হাসপাতালে পাঠাল রেল]
ইতিপূর্বে রাজস্থান, পাঞ্জাবে লকডাউনের ঘোষণা করা হয়েছিল। ওড়িশা-সহ বেশ কিছু রাজ্যে আংশিক লকডাউনের ঘোষণা করা হয়। এরপর দুপুরে বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে কেন্দ্রের বৈঠক হয়। তখনই কেন্দ্র এই পরামর্শ দেয়। এরপরই রাজ্য সরকার সোমবার বিকেল থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
The post সোমবার বিকেল থেকে রাজ্যজুড়ে লকডাউন, করোনা রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের appeared first on Sangbad Pratidin.
