shono
Advertisement

Breaking News

প্রতিবেশী করোনা আক্রান্ত, অভিনেত্রী সাক্ষী তনওয়ারের আবাসন সিল করল মুম্বই প্রশাসন

বৃহন্মুম্বই পুরসভার তরফে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। The post প্রতিবেশী করোনা আক্রান্ত, অভিনেত্রী সাক্ষী তনওয়ারের আবাসন সিল করল মুম্বই প্রশাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 01:13 PM Apr 09, 2020Updated: 01:13 PM Apr 09, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে মহারাষ্ট্রে। COVID-19-এর থাবা পড়েছে বলিউডেও। কণিকা কাপুরের পর প্রযোজক করিম মোরানি এবং তাঁর দুই মেয়ে সাজা ও জোয়ার শরীরেও মিলেছে ভাইরাস। কণিকার করোনা ত্রাস কাটলেও মোরানি পরিবারের ৩ সদস্যই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এমতাবস্থায়, বলিউড তারকারা কোয়ারেন্টাইনে থাকলেও সংক্রমণের আতঙ্কে কিন্তু তাঁরাও রয়েছেন। সিল করে দেওয়া হয়েছে অনেক আবাসন। জনপ্রিয় অভিনেত্রী সাক্ষী তনওয়ারের মুম্বইয়ের মালাডের আবাসনও এবার সিল করে দেওয়া হল। কারণ, সম্প্রতি সংশ্লিষ্ট আবাসনেরই স্পেন ফেরত এক ব্যক্তির শরীরে মিলেছে COVID-19 ভাইরাস। যার জেরে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় সাক্ষীর আবাসন সিল করে দেওয়া হয়েছে বৃহন্মুম্বই পুরসভার তরফে।  

Advertisement

প্রসঙ্গত, সাক্ষী তনওয়ারের আবাসনেই থাকেন জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে এবং খ্যাতনামা টেলি-অভিনেতা শিবিন নারাং। উল্লেখ্য এর আগে অঙ্কিতা লোখাণ্ডের আবাসন সিল করে দেওয়ার খবর প্রকাশ্যে এলেও সাক্ষী তনওয়ারও যে সেই একই আবাসনের বাসিন্দা, সেকথা প্রকাশ্যে আসেনি। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষী নিজে জানিয়েছেন যে তিনি আপাতত ওই সিল করে দেওয়া আবাসনেই গৃহবন্দি রয়েছেন। অন্যদিকে ওই বহুতল অ্যাপার্টমেন্টটিতেই নাতাশা শর্মা, আদিত্য রেডজি, আশিতা ধাওয়ান, শৈলেশ গুলাবানি ও মিশকাত বর্মার মতো একাধিক টেলি তারকারা থাকেন। যদিও তাঁদের আশঙ্কার কোনও কারণ নেই বলেই জানা গিয়েছে। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে কোনওরকন ঝুঁকি নিতে চায়নি মুম্বই প্রসাশন।

[আরও পড়ুন: ‘শর্টকাট নেবেন না!’, ‘মাসাকলি’র রিমেক ভার্সন শুনে বেজায় চটে গেলেন রহমান]

জনপ্রিয় টেলিতারকা শিবিন নারাং এপ্রসঙ্গে জানিয়েছেন, বৃহন্মুম্বই পুরসভার তরফে একজন মহিলা কর্মী এসে সবার কাছে জিজ্ঞাসাবাদ করে গিয়েছেন যে, সম্প্রতি কারও কোনও বিদেশ ভ্রমণের তথ্য রয়েছে কিনা! জরুরি পরিষেবার জন্য একজন চিকিৎসকের ফোন নম্বরও দিয়ে গিয়েছেন। দিনরাত নিরাপত্তারক্ষীদের কড়া পাহাড়া আবাসনের চারদিকে। বাড়ির দরজায় চাল-ডাল, সবজিপাতির মতো অত্যাবশকীয় জিনিসপত্র নিতে যাওয়া ছাড়া বাইরে বেরনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আবাসনের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়াও মানা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে ব্যক্তির শরীরে করোনার সন্ধান মিলেছে, তিনি গত মাসে স্পেন থেকে ফিরেছিলেন। বিমানবন্দরে যখন তাঁর স্ক্রিনিং করা হয়েছিল, তাঁর শরীরে করোনার সন্ধান মেলেনি। তা সত্ত্বে তাঁকে ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়। ১২ দিনের মাথায় ওই ব্যক্তির শরীরের করোনা উপসর্গ দেখা দিতে শুরু করে। চিকিৎসকের পরামর্শ মতো সোয়াব পরীক্ষা করা হয়। তখনই তাঁর দেহে করোনার সন্ধান মেলে। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর তিনি যে বিল্ডিংটায় থাকতেন, সেটি সিল করে দেওয়া হয়। এই ১২ দিন ওই ব্যক্তি যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও শারীরিক পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু সাবধানতা অবলম্বন করতে বিল্ডিংটা সিল করাই রয়েছে বর্তমানে।

[আরও পড়ুন: ফের করোনার বলি হলিউডে, প্রয়াত ‘দ্য স্টান্ট ম্যান’ খ্যাত অভিনেতা অ্যালেন গারফিল্ড]

The post প্রতিবেশী করোনা আক্রান্ত, অভিনেত্রী সাক্ষী তনওয়ারের আবাসন সিল করল মুম্বই প্রশাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement