shono
Advertisement

২১১ থেকে বেড়ে তৃণমূল এখন ২১৩

একইসঙ্গে কংগ্রেসের গড় কালিয়াগঞ্জ পুরসভা ছিনিয়ে আনল তৃণমূল৷  The post ২১১ থেকে বেড়ে তৃণমূল এখন ২১৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:37 PM Jul 21, 2016Updated: 05:38 PM Sep 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহিদ দিবসের সমাবেশে অন্যান্য দল থেকে তৃণমূলে যোগ দেওয়ার রেওয়াজ অক্ষুন্ন রইল৷ বৃহস্পতিবার ধর্মতলায় মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও সিপিএমের দুই বিধায়ক৷

Advertisement

বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এদিন যোগ দিলেন তৃণমূলে৷ প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হারিয়ে এবার বিষ্ণুপুরে জয়ী হয়েছিলেন তিনি৷ রাজনৈতিক বিশ্লেষকদের বেশ খানিকটা চমকে দিয়েই আজ তৃণমূলে যোগ দিলেন মালদহের গাজোলের সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাসও৷ ফলে এখন বিধানসভায় তৃণমূলের শক্তি ২১১ থেকে বেড়ে দাঁড়াল ২১৩৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা রীতিমতো কোর্ট পেপারে সই করিয়ে দলের ৪৪ জন বিজয়ী বিধায়ককে দিয়ে মুচলেকা লিখিয়ে নিয়েছিলেন, তাও আবার দলত্যাগ না করার প্রতিশ্রুতি নিয়ে৷ কিন্তু অধীরবাবুরা যদি তখন জানতেন, যে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কংগ্রেস থেকে বিধায়ক ভাঙিয়ে আনার মতলব রয়েছে শাসকদলের৷ একইভাবে গাজোলের দীপালি বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ায় সিপিএমের ভাঙন শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল৷

একইসঙ্গে খড়গপুর পুরসভার বিরোধী দলনেতা-সহ পাঁচ কংগ্রেস কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে৷ কালিয়াগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ কংগ্রেসের সাত কাউন্সিলর এদিন তৃণমূলে যোগ দিতেই কালিয়াগঞ্জে তৃণমূল কাউন্সিলরের সংখ্যা বেড়ে হল ৯৷ ফলে কংগ্রেসের হাত থেকে কালিয়াগঞ্জ পুরসভা তৃণমূল ছিনিয়ে নিল। শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূলের ছাতার তলায় এলেন পুরুলিয়া পুরসভার দুই কাউন্সিলরও৷ শাসকদলে যোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির শ্যালক তথা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সম্পাদক অরিত্র মজুমদার এবং জিএনএলএফ-এর প্রয়াত নেতা তথা পূর্বতন দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সুবাস ঘিসিং-এর পুত্রও।

The post ২১১ থেকে বেড়ে তৃণমূল এখন ২১৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement