shono
Advertisement

দলবদলের আশঙ্কা উসকে দু’বারের সাংসদ মইনুলকে বহিষ্কার করল সিপিএম

রাজনীতিতে নতুন ইনিংস শুরুর বার্তা মইনুলের৷ The post দলবদলের আশঙ্কা উসকে দু’বারের সাংসদ মইনুলকে বহিষ্কার করল সিপিএম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:09 PM Jul 13, 2018Updated: 09:17 PM Jul 13, 2018

ক্ষীরোদদীপ্তি ভট্টাচার্য: দু’বারের সাংসদ মইনুল হাসানকে বহিষ্কার করল সিপিএম৷ রাজ্য কমিটিতে থেকে বাদ দেওয়ার পর আজীবনের জন্য মইনুলের সঙ্গে সম্পর্ক পাকাপাকি ভাবে ছিন্ন করল বামফ্রন্টের বড় শরিক সিপিএম৷ দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বেহিসেবি সম্পত্তি রাখার অভিযোগে আজ সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে মইনুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সুপারিশ পেশ করে ঘোষণা করা হয়৷ অভিযোগ, হিসাব বহির্ভূত সম্পত্তি কেনা-বেচা সংক্রান্ত দলীয় রিপোর্টের ভিত্তিতে মইনুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সুপারিশ গৃহীত হয় সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে৷ যদিও, দলের তরফে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহ আগেই ৪২ বছরের নাড়ির টান ছিঁড়ে সিপিএম ছাড়ার আগাম ঘোষণা করে রাজনীতিতে নতুন ইনিংস শুরু করার বার্তা দেন মইনুল হাসান৷

Advertisement

[পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে মরণ ঝাঁপ যুগলের]

দল থেকে বহিষ্কারের ঘোষণার পর মইনুল হাসানের মন্তব্য, ‘‘সিপিএমের এটাই সংস্কৃতি৷ যাঁকে বহিষ্কার করা হয়, তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোই সিপিএমের একমাত্র কাজ৷ আমি কোনও সম্পত্তি কেনা-বেচার সঙ্গে যুক্ত ছিলাম না৷ তবুও, আমার বিরুদ্ধে দোষ চাপানো হয়েছে৷ কারণ, দলের অন্দরে চাপে পড়ে সূর্যকান্ত মিশ্ররা এই সিদ্ধান্ত নিয়েছে৷’’ তবে, সিপিএমের সঙ্গে ৪২ বছরের সম্পর্কে ছেদ পড়লেও রাজনীতি থেকে সরছেন না দু’বারের এই বিধায়ক৷ মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদ মইনুল হাসান সম্প্রতি বহরমপুরে সাংবাদিক বৈঠকে দল ছাড়ার ঘোষণা করেন। রাজনীতির মঞ্চে তিনি নতুন করে ফিরছেন বলেও দলবদলের আশঙ্কা উসকে দেন৷ বলেন, ‘‘রাজনৈতিক সন্ন্যাস নয়, বরং নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি আবার রাজনীতিতে ফিরছি৷’’

[কোচবিহার কলেজে টিএমসিপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, গুলিবিদ্ধ পড়ুয়া]

তবে, বিজেপি বিরোধী জোট শিবিরের শক্তি বাড়াতে সিপিএম ছেড়ে তৃণমূলের দিকে কি যাবেন প্রাক্তন এই সাংসদ? জল্পনা উসকে দিলেও ভাঙতে নারাজ মইনুল হাসান৷ সাংসদের তরফে কোনও কিছু খোলসা না করা হলেও রাজনীতিক মহলের ছড়িয়েছে দলবদলের জল্পনা৷ মনে করা হচ্ছে, সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ পড়ার দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তাঁর৷ এমনকী, আমন্ত্রণ পেলেও দলের পার্টি কংগ্রেসে যাননি তিনি৷ জেলার নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হলে সেখানেও থাকতে চাননি৷ দীর্ঘদিন ধরেই সিপিএমের সম্পর্ক সুতোর উপর ঝুলছিল৷ রাজ্য সম্মেলনে মইনুলকে বাদ দেওয়ার পরই আলগা হতে থাকে ৪২ বছরের নাড়ির টান৷ দলের উপর ক্ষোভপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা যায় তাঁকে৷ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘থুতু দিয়ে হৃদয় জোড়া যায় না’

The post দলবদলের আশঙ্কা উসকে দু’বারের সাংসদ মইনুলকে বহিষ্কার করল সিপিএম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার