স্টাফ রিপোর্টার: “পাঁচ বছরেও শিক্ষা নেয়নি বামেরা৷ গত তিন-চার বছর ধরে মানুষের মধ্যে না থেকে ভোটভিত্তিক রাজনীতি করতে গিয়ে আজ এই পরিণতি হয়েছে এরাজ্যে৷” শনিবার কলকাতায় ভারতসভা হলে একটি আলোচনায় এসে এভাবেই সিপিএমের কাটা ঘায়ে নুন ছেটালেন দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত বাম ছাত্র নেতা উমর খালিদ৷
এরাজ্যে বামেদের সমালোচনার পাশাপাশি ফের কেন্দ্রের মোদি সরকারকেও আক্রমণ করতে পিছপা হননি এই ছাত্র নেতা৷ এদিন বিকেলে ‘ব্ল্যাকআউট অন বস্তার’ শীর্ষক আলোচনায় উমরের অংশগ্রহণকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু সংহতি৷ যদিও পুলিশি তৎপরতায় বড় গোলমাল হয়নি৷ পুলিশ এদিন হিন্দু সংহতির ২৫-৩০জন সদস্যকে আটক করেছে৷
এদিন সিপিএমের উদ্দেশে এই ছাত্র নেতার আবেদন, “নিজেদের সংশোধন করে কংগ্রেসের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসুক সিপিএম৷ মানুষের মধ্যে থেকে আন্দোলন করা প্রয়োজন৷ এখনই উপযুক্ত সময় অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার৷” এর আগেও শুক্রবার রাজনৈতিক বন্দি মুক্তি নিয়ে বুদ্ধবাবুর সরকারকে আক্রমণ করে উমর বলেন, “সরকার আসে, সরকার যায়৷ কিন্তু সরকারের নীতি পরিবর্তন হয় না৷ গৌর চক্রবর্তীর মতো লোককে গ্রেফতার করে আটকে রাখা হয়৷”
এদিন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিষোদগার করেন উমর৷ তাঁর দাবি, কেন্দ্রের সরকার নীতির জেরে ছাত্র জীবন থেকে আদিবাসী জীবন ‘আচ্ছে দিন’-এর বাহানায় আজ আক্রান্ত৷ তবে দিল্লির ঘটনায় তিনি দেশবিরোধী কোনও কাজ করেননি বলে এদিন ফের দাবি করেন উমর৷ এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা এসব দেশবিরোধী স্লোগান দিয়েছিল৷ কলকাতায় তাদের নিয়ে অনুষ্ঠান হচ্ছে৷ এখানে যদি পাক জিন্দাবাদ স্লোগান ওঠে তাহলে পরিণতি ভয়ঙ্কর হবে৷” বিকেল চারটে নাগাদ হিন্দু সংহতির বিক্ষোভ শুরু হয়৷ ভারতের পতাকা হাতে স্লোগান ওঠে ‘গো ব্যাক উমর খালিদ’, ‘দেশদ্রোহী উমরের কলকাতায় নেই জায়গা’৷ পুলিশ সূত্রে খবর, এই বিশৃঙ্খলা এড়াতেই উমরকে তড়িঘড়ি নিয়ে আসা হয়৷
The post শিক্ষা নেয়নি বামেরা, শহরে এসে সিপিএমকে খোঁচা উমরের appeared first on Sangbad Pratidin.