shono
Advertisement

ক্রেডিট কার্ডের বিলেও এবার কড়া নজর আয়কর বিভাগের

জারি নতুন বিজ্ঞপ্তি৷ The post ক্রেডিট কার্ডের বিলেও এবার কড়া নজর আয়কর বিভাগের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM Jan 21, 2017Updated: 02:52 PM Jan 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রেডিট কার্ডের বিল মেটাতে ব্যাঙ্কে এক লক্ষ টাকা জমা দিলেই খবর যাবে আয়কর দফতরের হাতে৷ পাশাপাশি, বছরে ১০ লক্ষ টাকা লেনদেন করলেও ব্যাঙ্ক খবর পাঠাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে৷ সম্প্রতি এই মর্মে একটি নোটিফিকেশন জারি করেছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি৷

Advertisement

(তৈরি থাকুন, আগামী ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতেও আয়কর হানা!)

গত ১৭ জানুয়ারি জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, সন্দেহজনক লেনদেন দেখলেই এবার থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর পাঠাতে হবে আয়কর বিভাগকে৷ পাশাপাশি যাবতীয় লেনদেন নজরে রাখতে একটি ই-প্ল্যাটফর্মেরও সুপারিশ করেছে সিবিডিটি৷ কোনও ব্যক্তি একটি আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি জমা দিলেই ব্যাঙ্ক বা কো-অপারেটিভ ব্যাঙ্ককে সেই তথ্য হবে আয়কর বিভাগকে৷

(আপনার অ্যাকাউন্টে জমা টাকায় নজর রাখছে আয়কর দপ্তর)

নোট বাতিলের পর থেকেই নগদ লেনদেনের উপর আরও কড়াকড়ি চাইছে কেন্দ্র৷ তবে নোট বাতিলের পর দেশে নগদের লেনদেন ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর উর্জিত প্যাটেল৷ গতবছরের ৯ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত ব্যাঙ্কে ২.৫০ লক্ষ টাকা লেনদেনেই নজর রাখছিল আয়কর বিভাগ, কিন্তু এবার সেই নিয়ন্ত্রণ সামান্য শিথিল হল৷ বার্ষিক ১০ লক্ষ টাকার লেনদেনে আপনি পড়বেন আয়কর বিভাগের নজরে৷ তবে ক্রেডিট কার্ডের বিল এক লক্ষ টাকা ছাড়ালেই ব্যাঙ্ক সরাসরি খবর পাঠাবে আইটি ডিপার্টমেন্টকে৷

(ফের অ্যাক্সিস ব্যাঙ্কে আয়কর হানা, ৮৯ কোটির লেনদেনে নজর)

The post ক্রেডিট কার্ডের বিলেও এবার কড়া নজর আয়কর বিভাগের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement