shono
Advertisement
Champions Trophy

দর্শকসংখ্যায় সর্বকালের রেকর্ড, নতুন উচ্চতা ছুঁল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নয়া রেকর্ড।
Published By: Subhajit MandalPosted: 08:05 PM May 21, 2025Updated: 08:46 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা নাকি কমছে? টি-২০ ক্রিকেটের আগমন এবং টেস্টের জনপ্রিয়তা নতুন করে বাড়ার পর ওয়ানডে ক্রিকেট ধুঁকতে শুরু করেছে। অন্তত জনপ্রিয় ধারণা তেমনই। কিন্তু বাস্তব তেমনটা বলছে না। বরং উলটো কথাই বলছে। সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি জনপ্রিয়তার নিরিখে অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। অন্তত আইসিসির প্রকাশ করা তথ্য সেকথাই বলছে।

Advertisement

আইসিসির তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান এবং দুবাইয়ের মাটিতে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভিউয়ারশিপ অর্থাৎ দর্শকসংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আইসিসির দেওয়া তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বব্যাপী ৩৬৮ বিলিয়ন মিনিট দেখা হয়েছে। যা কিনা ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়ে ১৯ শতাংশ বেশি। ওভারপিছু ভিউয়াশিপেও রেকর্ড গড়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতি ওভারে বিশ্বজুড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখা হয়েছে ৩০৮ মিলিয়ন মিনিট। যা আগের বারের থেকে ৫২ শতাংশ বেশি।

শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচটিই দেখা হয়েছে ৬৫.৩ বিলিয়ন মিনিট। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচে এত দর্শক খেলা দেখেননি। আইসিসি ইভেন্টের সবচেয়ে বেশি দেখা ম্যাচের নিরিখে এটি তৃতীয় স্থানে। এই তথ্য উচ্ছ্বসিত আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তিনি বলছেন, "আমরা এই সংখ্যাগুলিতে উচ্ছ্বসিত। এতেই বোঝা যাচ্ছে, বিশ্বজুড়ে ক্রিকেটের দর্শকসংখ্যা কীভাবে বাড়ছে।"

বস্তুত এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। এমনকী আয়োজক পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশের ম্যাচও বাতিল হয়েছে। তা সত্ত্বেও এই সংখ্যাটা সত্যি চমকপ্রদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-২০ ক্রিকেটের আগমন এবং টেস্টের জনপ্রিয়তা নতুন করে বাড়ার পর ওয়ানডে ক্রিকেট ধুঁকতে শুরু করেছে।
  • কিন্তু বাস্তব তেমনটা বলছে না। বরং উলটো কথাই বলছে।
  • সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি জনপ্রিয়তার নিরিখে অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে।
Advertisement