সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়া দুনিয়ায় ৩৫ বছর পার হলেই তাঁকে 'বয়স্ক' বলা হয়। কিন্তু তাঁর বয়স ৬৪। আর এই বয়সেও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। অবিশ্বাস্য কাণ্ডটি ঘটিয়েছেন যিনি, তাঁর নামে 'চাইল্ড'। পুরো নাম জোয়ানা চাইল্ড। অর্থাৎ ৬৪ বছরের এক 'শিশু'র অভিষেক হয়েছে টি-টোয়েন্টিতে।

৭ এপ্রিল লবার্গারিয়ায় নরওয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পর্তুগালের হয়ে অভিষেক হয় তাঁর। বিশ্বের দ্বিতীয় বৃদ্ধা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে জোয়ানার। সিরিজের তিন ম্যাচেই খেলেছেন জোয়ানা। প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ২ রান। বোলিংয়েও সাফল্য পাননি। চার বল করে ১১ রান দেন। তাঁর দল অবশ্য ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
জোয়ানা যে দলে ছিলেন, সেই দলে ছিল ১৫ বছর বয়সি ইশরত চিমা। ছিল মরিয়ম ওয়াসিম ও আফশিন আহমেদ, এই দুইয়ের বয়স ১৬। অর্থাৎ হাঁটুর বয়সিদের সঙ্গে মাঠে নেমেছিলেন জোয়ানা।
ফকল্যান্ডের অ্যান্ড্রু ব্রাউনলি (৬২ বছর, ১৪৫ দিন) এবং কেম্যানের ম্যালি মুর (৬২ বছর, ২৫ দিন)-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জোয়ানা। তবে তালিকার সবার উপরে রয়েছেন জিব্রাল্টারের স্যালি বারটন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে। আপাতত, জোয়ানাওকে নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। রীতিমতো প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি। তাঁর সাহস এবং মনোভাবের প্রশংসা করছেন নেটিজেনরা।