সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক নজির আফগানিস্তানের। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড বোলিংকে কার্যত দুরমুশ করে দিলেন ইব্রাহিম জাদরানরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রান তুলল আফগানিস্তান। ব্যক্তিগত রানের নিরিখেও নজির গড়লেন ইব্রাহিম।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিকতে পারেনি রশিদ খানের দল। কিন্তু পরের ম্যাচেই দুরন্ত কামব্যাক আফগান ব্রিগেডের। বুধবার টসে জিতে ব্যাট করতে নেমেও বেশ সমস্যায় পড়ে যান রহমানুল্লা গুরবাজরা। পাওয়ারপ্লের মধ্যে মাত্র ৩৭ রানে তিন উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই ইব্রাহিমের। প্রথমে অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি, পরে আজমাতুল্লা ওমরজাই এবং মহম্মদ নবির সঙ্গে জুটি বাঁধেন তিনি।
দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর এক অনবদ্য লড়াইয়ের সাক্ষী থাকল লাহোরের গদ্দাফি স্টেডিয়াম। মাত্র ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেললেন ওপেনার জাদরান। ১২টি বাউন্ডারি, ৬টি ছক্কা হাঁকিয়ে ইংরেজ বোলারদের দুরমুশ করেন তিনি। উইকেটের অপর প্রান্ত থেকে ইব্রাহিমকে যোগ্য সঙ্গত করেন আজমাতুল্লা এবং নবি। শেষ পর্যন্ত ৫০ ওভারের শেষে ৩২৫ রান তোলে আফগান ব্রিগেড, ৭ উইকেট খুইয়ে।
ব্যাটারদের তাণ্ডবে এদিন একগুচ্ছ রেকর্ড গড়ল আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের সর্বোচ্চ রান তুলল তারা। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বকালের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান করলেন জাদরান। দিনকয়েক আগেই এই নজির গড়েছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। কিন্তু এদিন জাদরানের দাপটে চুরমার হল সেই নজির। আফগানিস্তানের জার্সিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন ইব্রাহিম, নিজের নজির ভেঙে। এর আগে ১৬২ রান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। এদিন ১৭৭ রান করে গড়লেন নতুন রেকর্ড। পাকিস্তানের মাটিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন আফগান ওপেনার।
