shono
Advertisement
Gautam Gambhir

রোহিত-কোহলির অবসরে 'তারকাহীন' টেস্ট দল, ভারতীয় ক্রিকেটে এবার শুরু গম্ভীর-রাজ!

শেষ যেবার এক অস্ট্রেলিয়ান কোচ 'সর্বেসর্বা' হয়ে উঠেছিলেন, তখনের পরিস্থিতি অনেকের মনে পড়ে যাচ্ছে।
Published By: Arpan DasPosted: 10:04 AM May 13, 2025Updated: 10:04 AM May 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট থেকে অবসরে রোহিত শর্মা ও বিরাট কোহলি। অর্থাৎ, লাল বলের ক্রিকেটে এই মুহূর্তে সেই অর্থে 'তারকা' নেই। নতুন অধিনায়ক হতে পারেন শুভমান গিল। নাকি সব ক্ষমতা আসলে গৌতম গম্ভীরের হাতেই?

Advertisement

তারকাপ্রথা যে ভারতীয় ক্রিকেট সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেটা অস্বীকার করার উপায় নেই। এদেশে ক্রিকেট নিয়ে মাতামাতির অন্যতম কারণও সেটা। দলে মোটামুটি অধিনায়কই শেষ কথা। সৌরভ, ধোনি, কোহলি, রোহিতরাই ছিলেন ভারতীয় ক্রিকেটের মুখ। আবার উলটো দিকে এই 'তারকাপ্রথা' নিয়ে যে কোচ গম্ভীরের 'আপত্তি' আছে, সেটাও নতুন কিছু নয়। ফলে দুই সিনিয়র ক্রিকেটারের অবসরে গম্ভীরই যে এখন 'সর্বেসর্বা', এরকমটাই মনে করছে ক্রিকেট মহলের একাংশ।

এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, "অবশেষে শুরু হল গৌতম গম্ভীর যুগ। উনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের নতুন মুখ প্রয়োজন। এই সিদ্ধান্তের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাও জানতেন গম্ভীরের অবস্থান ঠিক কী। এক্ষেত্রে গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর একই ধরনের চিন্তাভাবনায় বিশ্বাসী।"

এক্ষেত্রে উল্লেখযোগ্য যে, রোহিত-কোহলির অবসরের পর টেস্টে অধিনায়ক হতে পারতেন জশপ্রীত বুমরাহ। কিন্তু সেটাও হচ্ছে না বলেই খবর। তুলনায় শুভমান গিল এখনও 'তারকা' হিসেবে সেই পর্যায়ে উঠতে পারেননি। দ্রাবিড়-রোহিত জুটিতে সাফল্য এসেছিল দুজনের যৌথ রসায়নে। কিন্তু গম্ভীর জমানায় 'ছড়ি' একজনের হাতেই। বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটে আজ পর্যন্ত যা কখনও হয়নি, এবার তাই হচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেট টিমে এখন আর সর্বোচ্চ শক্তিমান চরিত্রের নাম ক্যাপ্টেন নয়, কোচ! ইয়েস, কোচ! অবিকল ফুটবলের মতো। শেষ যেবার এক অস্ট্রেলিয়ান কোচের আমলে এই ঘটনা ঘটেছিল, তখনের পরিস্থিতি অনেকের মনে পড়ে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট থেকে অবসরে রোহিত শর্মা ও বিরাট কোহলি।
  • অর্থাৎ, লাল বলের ক্রিকেটে এই মুহূর্তে সেই অর্থে 'তারকা' নেই।
  • নতুন অধিনায়ক হতে পারেন শুভমান গিল।
Advertisement