সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অবসর নিয়ে বহু কথা শোনা যাচ্ছে। ফিটনেস নিয়ে বহু প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের পরই বুটজোড়া তুলে রাখতে বাধ্য করা হবে রোহিত শর্মাকে। কিন্তু সেসব 'গুজব' কানাঘুষোকে গুরুত্ব না দিয়ে রোহিত এখনও মগ্ন ক্রিকেট সাধনায়। সোশাল মিডিয়া পোস্টে তিনি বুঝিয়ে দিলেন, সমস্তরকম লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত।
এমনিতে ভারতের ওয়ানডে অধিনায়ক সোশাল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন। বিজ্ঞাপনী পোস্ট বাদ দিলে কালেভদ্রে দু'একটা পোস্ট দেখা যায় তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে। সেই রোহিত বুধবার সোশাল মিডিয়ায় নিজের দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তিনি মাঠে নেমে ফিটনেস ড্রিল করছেন। আরেকটিতে ভারত অধিনায়ককে দেখা যাচ্ছে, প্যাড পরছেন। ঠিক যেমন যুদ্ধক্ষেত্রে নামার আগে সৈনিকরা প্রস্তুত হন, সেভাবেই। ছবিতে কোনও ক্যাপশন না থাকলেও হিটম্যানের ওই পোস্টে বার্তা খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ কেউ বলছেন, "আপনাকে মাঠে দেখতে মুখিয়ে।" কেউ বলছেন, "এই ছবিই বুঝিয়ে দিচ্ছে, আপনাকে ২০২৭ বিশ্বকাপেও দেখা যাবে।"
খাতায়কলমে এখনও ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। তিনি যে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান, সে ইচ্ছা গোপন করেননি। সদ্যই রোহিত ২০ কেজি ওজন কমিয়েছেন। বিসিসিআইয়ের ফিটনেস টেস্টেও সসম্মানে উতরে গিয়েছেন। এখন নিয়মিত অনুশীলন করছেন অভিষেক নায়ারের তত্ত্ববধানে। উদ্দেশ্য একটাই নিজেকে ফিট রাখা। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার এ দলের বিরুদ্ধে ভারতের এ দলের ম্যাচেও খেলবেন হিটম্যান।
কিন্তু যা পরিস্থিতি তাতে আদৌ সাতাশের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটের দুই মহারথী রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখা যাবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয় তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, বিরাট এবং রোহিতকে বাদ দিয়েই সাতাশের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করছে বোর্ড। সেটা নাকি তাঁদের জানিয়েও দেওয়া হয়েছে। যদিও বোর্ডের অস্থায়ী সভাপতি রাজীব শুক্লা আপাতত সে জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, বোর্ড কোনও ক্রিকেটারকে অবসর নেওয়ার কথা বলে না। সেটা নিতান্তই ওই ক্রিকেটারের ব্যক্তিগত সিদ্ধান্ত।
