shono
Advertisement
Gautam Gambhir

রো-কো'র পর হার্দিকের সঙ্গেও 'ঝামেলা' গম্ভীরের? তৃতীয় টি-২০র আগে ভাইরাল ভিডিওয় জোর চর্চা

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অর্শদীপ সিংয়ের উপরও রেগে যান গম্ভীর।
Published By: Arpan DasPosted: 09:21 AM Dec 14, 2025Updated: 09:32 AM Dec 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের ড্রেসিংরুমে সব ঠিক আছে তো? এমনিতে বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের সম্পর্কের অবনতি নিয়ে জটিলতা অব্যাহত। এবার কি আরেক সিনিয়র হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেও ঝামেলায় জড়ালেন কোচ? সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে কিন্তু সেরকম ইঙ্গিত পাচ্ছেন অনেকে। 

Advertisement

দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। মুল্লানপুরে ব্যাটিং ব্যর্থতায় সিরিজে আরও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করেছে ভারত। তৃতীয় ম্যাচ ধরমশালায়। নির্ণায়ক ম্যাচ না হলেও এই ম্যাচ জিতলে সিরিজে এগিয়ে যাবে ভারত। তবে গম্ভীরকে অবশ্যই চিন্তায় রাখবে দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা।

সেই ম্যাচের পর দেখা যায়, হার্দিকের সঙ্গে অত্যন্ত গম্ভীরভাবে কথা বলছেন কোচ। তিনি যে ভারতের হারে বিরক্ত, তা যেন চোখেমুখে স্পষ্ট। হার্দিকের সঙ্গে কি সেটা নিয়েই কথা বলছিলেন? কারণ দ্বিতীয় টি-টোয়েন্টিতে একেবারেই দাগ কাটতে পারেননি হার্দিক। ৩ ওভারে ৩৪ রান দেন। কোনও উইকেট পাননি। ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ২৩ বলে মাত্র ২০ রান করেন। নেটিজেনরা মনে করছেন, সেই নিয়েই কথা হচ্ছিল দু'জনের।

তবে ম্যাচের মধ্যেও রেগে গিয়েছিলেন গম্ভীর। চাপের মুখে এক ওভারে সাতটি ওয়াইড করে বসেন অর্শদীপ সিং। অর্থাৎ এক ওভার শেষ করে ১৩টি ডেলিভারি দিয়ে। সঙ্গে প্রোটিয়াদের খাতায় যোগ হয় ১৮টি রানও। আর তাতেই রেগে যান গম্ভীর। ডাগআউটে রীতিমতো উত্তেজিত দেখায় তাঁকে। তৃতীয় টি-টোয়েন্টির আগে প্লেয়ারদের উপর গম্ভীরের 'চোটপাট' ভারতকে সমস্যায় ফেলবে না তো?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় দলের ড্রেসিংরুমে সব ঠিক আছে তো?
  • এমনিতে বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে কোচ গৌতম গম্ভীরের সম্পর্কের দুরবস্থা নিয়ে জটিলতা আছে।
  • এবার কি আরেক সিনিয়র হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেও ঝামেলায় জড়ালেন কোচ?
Advertisement