shono
Advertisement

Breaking News

Bengal Ranji Trophy

রনজির আসন্ন মরশুমে বঙ্গ অধিনায়ক অনুষ্টুপ, চিন্তা পেস বোলিং নিয়ে

আগামী ১১ অক্টোবর রনজি অভিযান শুরু করছে বাংলা। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ।
Published By: Subhajit MandalPosted: 12:25 AM Oct 02, 2024Updated: 12:25 AM Oct 02, 2024

স্টাফ রিপোর্টার: আসন্ন রনজিতে বাংলার অধিনায়ক হলেন অনুষ্টুপ মজুমদার। গত কয়েক মরশুমে ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন অনুষ্টুপ। দল যখনই বিপদে পড়েছে, তখন উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি। বর্তমানে বাংলা ক্রিকেটে বড় ভরসার নাম অনুষ্টুপ। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল অনুষ্টুপকেই ক‌্যাপ্টেন্সির গুরুদায়িত্ব দেওয়া হবে। পাঞ্জাবে যে দুটো প্র্যাকটিস ম‌্যাচ খেলতে গিয়েছিল বাংলা, সেখানেও ক‌্যাপ্টেন করা হয়েছিল তাঁকে। এদিনের পর পরিষ্কার হয়ে গেল যে রনজি ট্রফিতে বাংলাকে নেতৃত্ব দেবেন তিনিই।

Advertisement

আগামী ১১ অক্টোবর রনজি অভিযান শুরু করছে বাংলা। প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। লখনউয়ে খেলতে হবে অনুষ্টুপদের। টিম ৮ অক্টোবর লখনউ উড়ে যাবে। রনজিতে নামার আগে জোরকদমে প্রস্তুতি চলছে। পাঞ্জাব থেকে দুটো ম‌্যাচ খেলে আসার পর সল্টলেকের যাদবপুর কমপ্লেক্সের মাঠে প্র্যাকটিস করছে টিম বেঙ্গল। এদিন যেমন ম‌্যাচ সিমুলেশন ট্রেনিং চলল। ঋদ্ধিমান সাহা আর সুদীপ চট্টোপাধ‌্যায় দু’জনেই বাংলায় ফিরেছেন। ঋদ্ধিদের প্রত‌্যাবর্তনের ফলে বঙ্গ ব‌্যাটিং যে আরও শক্তিশালী হয়েছে, সেটা বলে দেওয়াই যায়।

তবে চিন্তার জায়গা হল বোলিং। বিশেষ করে পেস অ‌্যাটাক। আকাশ দীপ এখন ভারতীয় টিমে।  নিউজিল‌্যান্ড সিরিজও খেলবেন। অস্ট্রেলিয়া সফরেও বঙ্গ পেসারের যাওয়া একপ্রকার নিশ্চিত। ফলে রনজি প্রথম পর্বে যে আকাশকে পাওয়া যাবে না, সেটা বঙ্গ শিবিরও জানে। মুকেশ কুমার নিউজিল‌্যান্ড সিরিজের টিম থাকবে কি না, সেটা এখনও পরিষ্কার নয়। মহম্মদ শামি এবার রনজিতে কয়েকটা ম‌্যাচ খেলবেন। তবে এখনও যা পরিস্থিতি, তাতে শামিকে প্রথম ম‌্যাচে পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ খবর নিয়ে যা জানা গেল, তাতে শামির পুরো ম‌্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে ইডেনে দ্বিতীয় ম‌্যাচে তিনি খেলতে পারেন। সব মিলিয়ে বোলিং একটু চিন্তায়ই রাখছে বাংলা শিবিরকে।

তবে টিম অবশ‌্য এখনই এসব নিয়ে বেশি ভাবতে চাইছে না। বরং উত্তরপ্রদেশকে হারিয়ে ভালোভাবে রনজি অভিযান শুরুর ব‌্যাপারে বেশ আত্মবিশ্বাসী অনুষ্টুপরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আসন্ন রনজিতে বাংলার অধিনায়ক হলেন অনুষ্টুপ মজুমদার।
  • গত কয়েক মরশুমে ধরে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাচ্ছেন অনুষ্টুপ।
  • দল যখনই বিপদে পড়েছে, তখন উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন তিনি।
Advertisement