shono
Advertisement

Breaking News

Jasprit Bumrah

কোহলির ধারেকাছেও নেই বুমরাহ! সিনিয়রকে 'খোঁচা' দিয়ে অর্শদীপ বললেন, 'আরও পরিশ্রম করতে হবে'

আর কী বলেছেন বাঁ-হাতি পেসার?
Published By: Prasenjit DuttaPosted: 10:46 AM Dec 10, 2025Updated: 10:46 AM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবাটি স্টেডিয়ামে একমাত্র ভারতীয় বোলার হিসাবে তিন ফরম্যাটেই উইকেটের সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। তবে বুমরাহর আগে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সেঞ্চুরি উইকেটের মাইলস্টোনে পৌঁছেছিলেন তাঁরই সতীর্থ অর্শদীপ সিং। সেই দিক থেকে তিনি 'সিনিয়র'। ম্যাচের পর 'পাঞ্জাব দা পুত্তর' একশো উইকেটের ক্লাবে ঢোকার জন্য 'স্বাগত' জানিয়েছেন 'জুনিয়র' বুমরাহকে। তাঁকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলির মতো কি জশপ্রীত বুমরাহকে নিয়েও কি ইনস্টাগ্রাম রিল বানাবেন অর্শদীপ?

Advertisement

আর্শদীপ মজা করে জানালেন, ইনস্টাগ্রাম রিলে বুমরাহকে জায়গা পেতে গেলে এখনও অনেক খাটতে হবে। তাঁর কথায়, "আমার ইনস্টাগ্রাম ফিচারে আসতে গেলে জাস্‌সি ভাইকে আরও কিছু উইকেট পেতে হবে। আরও পরিশ্রম করে যদি আরও কিছু উইকেট পায়, তাহলেই ওকে আমি ইনস্টাগ্রামে নিয়ে আসব।" বুমরাহ সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, "আমাদের সম্পর্ক খুবই ভালো। আমিও পাঞ্জাবি। জাস্‌সি ভাইও পাঞ্জাবি। তাই ওর সঙ্গে মিশে যাওয়াটাও সহজ। ও সিনিয়র হিসাবেও অসাধারণ। কখনই তরুণ খেলোয়াড়ের সঙ্গে খুব বেশি কঠোর আচরণ করে না। তাদের সঙ্গে খুবই ভদ্র ব্যবহার করে।" প্রসঙ্গত, বিরাটের সঙ্গে করা অর্শদীপের রিল নেটদুনিয়ায় প্রবল সাড়া ফেলেছে। সেই কারণেই নেটিজেনদের প্রশ্ন, কোহলির ধারেকাছেও কি নেই বুমরাহ?

ম্যাচের পর মজা করেন বলেন, "১০০ উইকেটের ক্লাবে ঢোকার জন্য তোমাকে স্বাগতম বন্ধু। ও আজ এই ক্লাবের সদস্য হল। হাসতে হাসতে ওকে অভিনন্দন জানাতে চাই। আমার ক্লাবে ওকে দেখতে পাওয়াটাও দারুণ ব্যাপার। ওর সঙ্গে বল করার সব সময়ই মজার।" বুমরাহর একশো উইকেট নেওয়ার দিনে অনবদ্য বোলিং করেছেন অর্শদীপ সিংও। তবে দলে নিয়মিত সুযোগ পাবেন কি না, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, "বাদ পড়লে তো কিছু করার নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তো বাদ পড়েছিলাম। তবে সুযোগটাকে কিন্তু কাজে লাগিয়েছি।"

নিজের বোলিং নিয়ে অর্শদীপ বলেন, "আমার কাছে ভাবনাটা সহজ। বল করো আর উইকেট থেকে যতটুকু সাহায্য পাওয়া যাচ্ছে তাকে যতটা সম্ভব কাজে লাগাও। দলকে শুরুতেই উইকেট এনে দেওয়ারও লক্ষ্য থাকে। তাই পরিকল্পনাই ছিল, উইকেট থেকে যতটা সম্ভব উইকেট তুলে নেওয়া। আসলে পিচই বলে দেয় কী করতে হবে।" উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাঁর নামের পাশে ১৪ রানে ২ উইকেট। আর বুমরাহ পেয়েছেন ১৭ রানে ২ উইকেট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচের পর 'পাঞ্জাব দা পুত্তর' একশো উইকেটের ক্লাবে ঢোকার জন্য 'স্বাগত' জানিয়েছেন 'জুনিয়র' বুমরাহকে।
  • তাঁকে প্রশ্ন করা হয়, বিরাট কোহলির মতো কি জশপ্রীত বুমরাহকে নিয়েও কি ইনস্টাগ্রাম রিল বানাবেন অর্শদীপ?
  • তিনি মজা করে জানালেন, ইনস্টাগ্রাম রিলে বুমরাহকে জায়গা পেতে গেলে এখনও অনেক খাটতে হবে।
Advertisement