shono
Advertisement
Rohit Sharma-Virat Kohli

'আসল' প্রাপ্তি ভালোবাসাই! অজিভূমে রোহিত-কোহলির 'শেষ' ম্যাচে কেঁদে ভাসালেন ধারাভাষ্যকারও

অস্ট্রেলিয়া থেকে 'বিদায়ের' আগে রাঙিয়েও দিলেন রো-কো।
Published By: Arpan DasPosted: 03:32 PM Oct 27, 2025Updated: 07:56 PM Oct 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি কেউ বলে ক্রিকেট খেলে দু'জন কী অর্জন করেছেন, তাহলে অনায়াসে একটা ভিডিও দেখিয়ে দেওয়া যেতে পারে। অর্থ, যশ, খ্যাতি সবই পেয়েছেন। রান ও ট্রফির নিরিখে উপরের সারিতেই নাম থাকবে। কিন্তু যে কোনও ক্রীড়াবিদের কাছে সবচেয়ে বড় অর্জন সম্ভবত ভালোবাসা। সেটা নিঃসন্দেহে উপার্জন করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি (Rohit Sharma-Virat Kohli)। নাহলে অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের 'শেষ' ম্যাচের পর কেন ধারাভাষ্যকার কেঁদে ভাসাবেন?

Advertisement

সেন ক্রিকেট চ্যানেলে ধারাভাষ্যকার জেরার্ড হোয়াটলি বলছিলেন, "বিরাট কোহলি ও রোহিত শর্মা অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার নামছে। মিক জ্যাগার ও কেথ রিচার্ডস এর থেকে ভালো খেলতে পারতেন না।" সেই সময় দেখা যায়, আরেক প্রবীণ ধারাভাষ্যকার পিছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কিছুতেই তাঁর চোখের জল বাঁধ মানছিল না।

অন্যদিকে ধারাভাষ্যকার অ্যাডাম হোয়াইট বলতে থাকেন, "সবাই দাঁড়িয়ে সম্মান জানান। অধিনায়ক (শুভমান গিল) যখন ফিরে যাচ্ছেন, তখন অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জার্সিতে শেষবার নামছেন কিং। লেডিজ অ্যান্ড জেন্টলমেন, আসছেন বিরাট কোহলি। সবাই আশা করে আছেন, এক বিশেষ লক্ষ্য নিয়ে তিনি মাঠে আসছেন। তর্কসাপেক্ষ ভাবে তাঁর ওয়ানডে রেকর্ড ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো।" আরেক ধারাভাষ্যকার বলেন, "মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে দেখতে ইচ্ছা করছে। আমরা এই মুহূর্তটায় আজ এখানে।"

'শেষ' বলে কিছু নেই। ক্রিকেটের মতো চরম অনিশ্চিয়তার খেলায় তো আরও নয়। তবে মনে করা হচ্ছে, সম্ভবত শেষবার অজিভূমে ভারতের জার্সিতে দেখা গেল রো-কো'কে। রোহিত তো একপ্রকার বলেই দিয়েছেন, অস্ট্রেলিয়ায় আর ফিরবেন কি না, জানেন না। একরাশ আবেগ, নস্ট্যালজিয়া আর অনেকটা মনখারাপ নিয়ে অস্ট্রেলিয়ায় তাঁদের অভিযান শেষ হল। রোহিত সেঞ্চুরি-সহ সিরিজসেরা, অন্যদিকে কোহলিও হাফসেঞ্চুরিতে রানে ফিরলেন। যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে গেলেন দুজনেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যদি কেউ বলে ক্রিকেট খেলে দু'জন কী অর্জন করেছেন, তাহলে অনায়াসে একটা ভিডিও দেখিয়ে দেওয়া যেতে পারে।
  • অর্থ, যশ, খ্যাতি সবই পেয়েছেন। রান ও ট্রফির নিরিখে উপরের সারিতেই নাম থাকবে।
  • কিন্তু যে কোনও ক্রীড়াবিদের কাছে সবচেয়ে বড় অর্জন সম্ভবত ভালোবাসা।
Advertisement