shono
Advertisement
Australia

লর্ডসে বঞ্চনার শিকার অজিরা! কামিন্সদের অনুশীলনের অনুমতি দিল না মাঠ কর্তৃপক্ষ

লর্ডসে খেলতে এলেই বারবার অজি ব্রিগেডকে হেনস্তার মুখে পড়তে হয়, তোপ কামিন্সের।
Published By: Anwesha AdhikaryPosted: 01:46 PM Jun 09, 2025Updated: 01:46 PM Jun 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছে ভার‍ত। সেই অজুহাত দেখিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়াকে ঢুকতে দেওয়া হল না লর্ডসে! সেই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ইংল্যান্ডে। গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। লর্ডসে খেলতে এলেই বারবার অজি ব্রিগেডকে হেনস্তার মুখে পড়তে হয় বলে দাবি কামিন্সের।

Advertisement

আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তাই খেতাবি লড়াইয়ের আগে লর্ডসে প্রস্তুতি সারতে চেয়েছিল অজিরা। কিন্তু শনিবার নাকি লর্ডসে ঢুকতেই দেওয়া হয়নি অস্ট্রেলিয়া টিমকে। ফলে বাধ্য হয়ে তিন-চার ঘণ্টা ধরে রীতিমতো তল্লাশি করে গোটা দল। তবে গিয়ে প্র্যাকটিসের জন্য বিকল্প ভেন্যুর সন্ধান পেয়েছে অস্ট্রেলিয়া।

কেন লর্ডসে প্রবেশাধিকার মিলল না, সেই নিয়ে অজি ব্রিগেডকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ভারতীয় দলের অনুশীলনের দোহাই দিয়েছে লর্ডস কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতীয় দলের ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন। প্রথম টেস্ট খেলা হবে হেডিংলেতে। তৃতীয় টেস্ট খেলতে লর্ডসে নামবে ভারতীয় দল, আগামী ১০ জুলাই। ফলে প্রশ্ন উঠছে লর্ডসের কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। কেন অজিদের অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি? প্রশ্ন উঠছে, ভারত যখন প্রথম টেস্ট হেডিংলেতে খেলবে তাহলে তাদের সেই মাঠেই অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি কেন? 

গোটা ঘটনায় স্বভাবতই ক্ষুব্ধ অজি অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লর্ডসে খেলতে নামলেই সবসময়ে হেনস্তার মুখে পড়তে হয় অজি ক্রিকেটারদের। গতবার অ্যাশেজের কথা মনে করিয়ে দিয়ে কামিন্স বলেন, এবার অন্তত দর্শকরা অজি ক্রিকেটারদের সঙ্গে ভদ্র ব্যবহার করবেন। তবে শনিবার অনুমতি না পেলেও রবিবার লর্ডসে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী ১১ জুন থেকে লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
  • কেন লর্ডসে প্রবেশাধিকার মিলল না, সেই নিয়ে অজি ব্রিগেডকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
  • প্রশ্ন উঠছে, ভারত যখন প্রথম টেস্ট হেডিংলেতে খেলবে তাহলে তাদের সেই মাঠেই অনুশীলনের সুযোগ দেওয়া হয়নি কেন? 
Advertisement