shono
Advertisement
Bangladesh Cricket Board

ক্রিকেটারদের চাপে ব্যাকফুটে বাংলাদেশ বোর্ড! বিপিএল নিয়ে বড়সড় সিদ্ধান্ত বিসিবির

ক্রিকেটারদের শর্ত, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবির ডিরেক্টরের পদ থেকেও নাজমুলকে ছাঁটাইয়ের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। কিন্তু নাজমুল এখনও প্রকাশ্যে ক্ষমা চাননি।
Published By: Anwesha AdhikaryPosted: 10:08 AM Jan 16, 2026Updated: 01:54 PM Jan 16, 2026

ক্রিকেটারদের প্রতিবাদে কিছুট ব্যাকফুটে যেতে হল বাংলাদেশ বোর্ডকে (Bangladesh Cricket Board)। বিপিএলের সূচি নিয়ে বড়সড় বদল করল বিসিবি। বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নামেনি দুই দল। তবে নিজেদের দাবি পূরণ না হলেও শুক্রবার মাঠে নামতে চলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা, এমনটাই জানা গিয়েছে। বোর্ডের সঙ্গে বৈঠক করে ক্রিকেটাররা কিছুটা সুর নরম করেছেন বলে বাংলাদেশি সংবাদমাধ্যমগুলির মত।

Advertisement

বৃহস্পতিবার সন্ধেয় ক্রিকেটারদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বিসিবি কর্তা নাজমুল ইসলামকে। ফিনান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুলকে বরখাস্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রিকেটাররা। কিন্তু তাঁদের শর্ত, নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বিসিবির ডিরেক্টরের পদ থেকেও নাজমুলকে ছাঁটাইয়ের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। এই দুই শর্ত পূরণ হলে শুক্রবার থেকেই ক্রিকেটাররা মাঠে নামবেন। কিন্তু নাজমুল এখনও প্রকাশ্যে ক্ষমা চাননি।

এহেন পরিস্থিতিতে বাংলাদেশ বোর্ড অবশ্য আশাবাদী, শুক্রবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরবে বিপিএল। বিবৃতি দিয়ে বোর্ডের তরফ থেকে জানানো হয়, বৃহস্পতিবার যে ম্যাচগুলি খেলার কথা ছিল সেগুলি পিছিয়ে দেওয়া হয়েছে শুক্রবারে। সেকারণে শুক্র এবং শনিবারের ম্যাচগুলি যথাক্রমে শনি এবং রবিবারে পিছিয়ে দেওয়া হয়েছে। প্রভাব পড়েছে বিপিএলের নকআউট পর্বের ম্যাচেও। আগামী ১৯ জানুয়ারি এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার খেলার কথা ছিল। সেই ম্যাচগুলি খেলা হবে ২০ জানুয়ারি।

কিন্তু সূচি পরিবর্তন হলেও শুক্রবার কি আদৌ মাঠে নামবেন ক্রিকেটাররা? বাংলাদেশি সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে বোর্ডের বৈঠক হয়েছে। নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, সেই দাবি মানতে চায়নি বোর্ড। তবে ক্রিকেটাররা শুক্রবার মাঠে নামবেন বলেই অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে সরাসরি ‘ভারতের দালাল’ বলে আক্রমণ করেছিলেন নাজমুল। তারপর থেকে তাঁর প্রতি অসন্তোষ বাড়ে ক্রিকেটারদের। তা সত্ত্বেও বাংলাদেশ বোর্ডের ডিরেক্টর পদে এখনও বহাল তবিয়তে রয়েছেন নাজমুল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement