সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাশেজে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। কোনওমতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে অজিভূম থেকে ফিরছেন বেন স্টোকসরা। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে বিস্ফোরক রিপোর্ট। অ্যাশেজের ঠিক আগেই এক পানশালায় গিয়ে রীতিমতো বেসামাল হয়ে পড়েছিলেন ইংরেজ তারকা হ্যারি ব্রুক। তাঁকে মারতে বাধ্য হয়েছিলেন পানশালার নিরাপত্তারক্ষীরা। অ্যাশেজ হারের পর এই বিস্ফোরক ঘটনা ঘিরে ইংল্যান্ডের ক্রিকেটমহল উত্তাল।
অ্যাশেজের ঠিক আগেই নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ব্রুকরা। ওই ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তরুণ তুর্কি। কিন্তু ম্যাচের আগের দিন মত্ত অবস্থায় একটি নাইটক্লাবে ঢুকতে চান ব্রুক। তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ব্রুককে আঘাত করে নিরাপত্তারক্ষীরা আটকানোর চেষ্টা করেন। তবে ব্রুকের খুব একটা আঘাত লাগেনি। এতকিছুর পরেও ব্রুকের নেতৃত্ব যায়নি। ৩০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়ে পার পেয়ে যান ইংল্যান্ড টেস্ট দলের সহ অধিনায়ক।
বিতর্কিত এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষমা চেয়েছেন ব্রুক। সদ্যসমাপ্ত অ্যাশেজে হতশ্রী ফর্ম ছিল তাঁর। ১০ ইনিংসে মাত্র ৩৫৮ রান করেন। বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসার পরেও ব্রুকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেনি ইসিবি। সেই আচরণেই ক্ষুব্ধ মাইকেল ভনের মতো ইংরেজ প্রাক্তনীরা। তাঁর কথায়, "ইংল্যান্ড দলের এমন অবস্থায় আমি আর অবাক হই না। বেশ কিছুদিন ধরেই এমন গাছাড়া ভাবে চলছে ইংল্যান্ড। আসলে ইসিবির দিকেই আঙুল তোলা উচিত, কারণ এই ঘটনার পরেও তাকে ক্যাপ্টেন পদে রেখে দেওয়া হল।"
ভনের কথায়, অ্যাশেজের কথা মাথায় রেখেই হয়তো ব্রুকের এই কাণ্ড ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু সঠিক সময়ে যদি তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হত তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। দলীয় সংস্কৃতি, নিয়মানুবর্তিতায় আমূল পরিবর্তন আনার পক্ষেও সওয়াল করেছেন ভন।
