shono
Advertisement
Tilak Varma

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত তিলক! পরিবর্ত কি গিল? তৈরি অন্য বিকল্পও

Shubman Gill: বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন বাঁহাতি ব্যাটার।
Published By: Prasenjit DuttaPosted: 04:46 PM Jan 08, 2026Updated: 06:18 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে উদ্বেগ বাড়িয়েছেন তিলক বর্মা (Tilak Varma)। বিজয় হাজারের ম্যাচ খেলতে নেমে তলপেটে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও হয় তাঁর। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটারের। এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে। প্রশ্ন উঠছে, তাঁর জায়গায় কাকে দেখা যাবে? 

Advertisement

এই পরিস্থিতিতে উঠে আসছে শুভমান গিলের নাম। টিম ইন্ডিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, তিলকের জায়গায় দলে ফিরতে পারেন গিল। জানা গিয়েছে, তিলক যে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না, সেটা নিশ্চিত। দ্রুত তাঁর পরিবর্তও ঘোষণা করবে বিসিসিআই। বিশ্বকাপে তাঁকে খেলানো যাবে কি না, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের পর। আবার এক পক্ষ মনে করছে, বিশ্বকাপের শুরু থেকে তিলককে না পাওয়া গেলে তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া হতে পারে। তবে সেটা কোনওভাবেই গিল হবেন না।

এশিয়া কাপের সময় টি-টোয়েন্টি দলে ফিরে আসার পর থেকে ১৫ ইনিংসে মাত্র ২৯১ রান করেছিলেন গিল। গড় ২৪.২৫। স্ট্রাইক রেটও আহামরি নয়। মাত্র ১৩৭.২৬। এর মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। অর্থাৎ কোনও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। এই পরিসংখ্যান হয়তো তাঁর বিপক্ষে যেতে পারে। অন্যদিকে, আলোচনা চলছে রুতুরাজ গায়কোয়াড় এবং জিতেশ শর্মাকে নিয়েও। বিজয় হাজারেতে দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন রুতুরাজ। গোয়ার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন মহারাষ্ট্র অধিনায়ক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অন্যদিকে, মিডল অর্ডারে ভরসা জোগানোর ক্ষমতা রাখেন জিতেশ। তাছাড়াও বিকল্প হিসাবে শ্রেয়স আইয়ারও রয়েছেন। মিডল অর্ডারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। শ্রেয়সের উপর ভরসা রাখাই যায়। এখন দেখার, তিলকের বদলি হিসাবে কার নাম ঘোষণা করে বিসিসিআই।

তবে তিলকের চোট নিয়ে সর্বশেষ আপডেট হল, বিশ্বকাপ খেলায় হয়তো কোনও আশঙ্কা নেই বাঁহাতি ব্যাটারের। হায়দরাবাদ দলের এক সদস্য এমনই জানিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "তিলককে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ ও তলপেটে ব্যথা অনুভব করছিলাম। স্ক্যানের পর প্রয়োজনীয় চিকিৎসা হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। তবে বিশ্বকাপে ওর খেলা নিয়ে কোনও সংশয় নেই।" উল্লেখ্য, ২১ জানুয়ারি থেকে শুরু হবে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। রায়পুর এবং নাগপুরে রয়েছে প্রথম দু'টি ম্যাচ। রিপোর্ট অনুযায়ী এই ম্যাচগুলিতে নেই তিলক। মনে করা হচ্ছে, এই দুই ম্যাচে তিলকের জায়গায় প্রথম একাদশে দেখা যাবে ঈশান কিষানকে। সিরিজের তৃতীয় ম্যাচে বাঁহাতি ব্যাটারকে খেলানো হয় কি না, এর উত্তর সময়ই বলবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিকিৎসকদের পরামর্শ মেনে অস্ত্রোপচারও হয় তাঁর। সেই কারণে নিউজিল্যান্ড সিরিজে সম্ভবত খেলা হচ্ছে না তারকা ব্যাটারের।
  • এমনকী, বিশ্বকাপের শুরুর দিকে তাঁর খেলা নিয়েও সংশয় রয়েছে।
  • প্রশ্ন উঠছে, তাঁর জায়গায় কাকে দেখা যাবে? 
Advertisement