সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজবলের বিষদাঁত ভেঙে ৪-১ ফলাফলে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দুর্ধর্ষ এই জয়ের পর শীর্ষস্থান আরও মজবুত করলেন স্টিভ স্মিথরা। অন্যদিকে, সিডনিতে হেরে আরও অতলে চলে গেল ইংল্যান্ড। এতে কি ভারতের কিছু লাভ হল?
বিশ্ব চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে এক নম্বরেই ছিল অস্ট্রেলিয়া। সিডনিতে জেতার পর তাদের পয়েন্ট ৮৪। একই সঙ্গে তাদের পয়েন্টের শতাংশের হার ৮৭.৫০। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের আগে অজি বাহিনীর পিসিটি ছিল ৮৫.৭১। নতুন সার্কেলে তারা ৮ টেস্টের মধ্যে ৭টিতে জিতেছে। তবে ইংল্যান্ড হারায় তাদের পয়েন্টের শতকরা হার প্রায় চার পয়েন্ট কমেছে। সিডনি টেস্টের আগে তাদের পয়েন্ট ছিল ৩৫.১৯। আর এখন সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩১.৬৬। বেন স্টোকসরা আগের মতোই সপ্তম স্থানে রয়ে গেলেন।
প্রশ্ন হল, ইংল্যান্ড হারায় ভারতের কি লাভ হল? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ৪ টেস্টে জয় পেলেও চারটিতে হেরে গিয়েছে ভারত। গম্ভীরের দলের পয়েন্টের শতাংশের হার ৫৪.১৭ থেকে নেমে ৪৮.১৫ শতাংশে দাঁড়িয়েছে। ইংল্যান্ড হারায় পয়েন্ট তালিকায় ভারতের বাড়তি সুবিধা হয়নি। শুভমান গিলরা ষষ্ঠ স্থানেই রয়েছেন। তবে অ্যাশেজের পঞ্চম টেস্টে হারের পর ইংল্যান্ডের থেকে ভারতের পয়েন্টের ব্যবধান অনেকটাই বেড়েছে। যা অবশ্যই সুবিধা দেবে। সিডনি টেস্টের আগে ইংল্যান্ডের সঙ্গে ভারতের পয়েন্টের ব্যবধান ছিল প্রায় ১৩। এখন সেই ব্যবধান বেড়ে হয়েছে প্রায় ১৭।
ইডেনে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল দক্ষিণ আফ্রিকা। কলকাতা টেস্টের পর গত বারের টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের শতাংশের হার ছিল ৬৬.৬৭ শতাংশ। আর গুয়াহাটিতে বিশাল ব্যবধানে জিতে টেম্বা বাভুমার দলের পয়েন্টের শতাংশের হার ৭৫-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলের ৪ টেস্টে ৩টি জয় পেয়েছে প্রোটিয়ারা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'টি টেস্ট জয় এবং একটি ড্র করে নিউজিল্যান্ড ৭৭.৭৮ পিসিটি নিয়ে প্রোটিয়াদের আগে, দ্বিতীয় স্থানে।
চতুর্থ স্থানে শ্রীলঙ্কা। তারা দু’টি টেস্টে একটিতে জিতেছে এবং একটিতে ড্র করেছে। লঙ্কান বাহিনীর পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। পাঁচে পাকিস্তান। তাদের শতাংশের হার ৫০। ভারতের পর রয়েছে ইংল্যান্ড এবং বাংলাদেশ (১৬.৬৭)। আট টেস্টের সাতটি হার একটি ড্রয়ের পর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (৪.১৭)।
