সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে নামলেন উসমান খোয়াজা। শেষ ম্যাচে অবশ্য মাত্র ৬ রান এল অজি তারকার ব্যাট থেকে। তবে সিডনির দর্শক থেকে শুরু করে প্রতিপক্ষ ইংল্যান্ড-সকলেই চোখের জলে বিদায় জানালেন খোয়াজাকে। মাঠে নামার সময় অজি তারকাকে গার্ড অফ অনার দেন বেন স্টোকসরা।
বছরের শুরুতেই খোয়াজা ঘোষণা করেছিলেন, সিডনি টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এই সিডনি থেকেই শুরু হয়েছিল খোয়াজার আন্তর্জাতিক কেরিয়ার। বৃহস্পতিবার স্টিভ স্মিথ আউট হতেই ব্যাট করতে নামেন খোয়াজা। ব্যাট হাতে নিয়ে নামার সময়ে আকাশের দিকে তাকিয়ে নমাজের মতো ভঙ্গি করেন। 'চিরশত্রু' ইংরেজ ক্রিকেটার সকলে মিলে গার্ড অফ অনার দেন খোয়াজাকে। গ্যালারিতে থাকা উসমানের স্ত্রী রেচেলের চোখেও জল এসে যায়।
বিদায়ী ম্যাচে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হলেন খোয়াজা। মাত্র ৬ রান করে আউট হয়ে যান। শেষবারের মতো মাঠ ছাড়ার আগে উপুড় হয়ে সজদা করেন। প্রিয় মাঠকে চুম্বন করে ধীরে ধীরে এগিয়ে যান প্যাভিলিয়নের দিকে। তখনও খোয়াজাপত্নীকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে খোয়াজা বলেন, "সমস্ত কিছু তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। আমরা শুধু চেষ্টা করতে পারি। তারপর আল্লা রয়েছেন, তিনিই সবচেয়ে ভালো পরিকল্পনা করেন আমাদের জন্য। তাঁর ইচ্ছা না থাকলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না।"
প্রচণ্ড অভিমান নিয়েই দিনকয়েক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন খোয়াজা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি যেভাবে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পেরেছি তাতে খুবই খুশি। আমি এক গর্বিত মুসলিম, পাকিস্তানের এক কৃষ্ণাঙ্গ ছেলে যাকে বলা হয়েছিল তুমি কোনও দিন অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে না।" অজি ক্রিকেট সংস্কৃতিকে কার্যত তোপ দেগেছেন খোয়াজা। তাঁর কথায়, “এখানে যথেষ্ট জাতিবিদ্বেষ রয়ে গিয়েছে এখনও। অস্ট্রেলিয়ার অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার হতে দেখিনি কখনও।” প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন তিনি।
