shono
Advertisement
Shaheen Shah Afridi

'ভাইজান' মুস্তাফিজুরের পাশে শাহিন! ভারতকে 'অখেলোয়াড়ি' বলে তোপ পাক পেসারের

'ফাঁকা কলসির আওয়াজ বেশি', শাহিনকে তোপ নেটিজেনদের।
Published By: Anwesha AdhikaryPosted: 03:25 PM Jan 08, 2026Updated: 03:41 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করেছে বিসিসিআই। সেই পদক্ষেপের তীব্র নিন্দায় সরব হয়েছে বাংলাদেশ। মুস্তাফিজ কাণ্ডের প্রতিবাদে পদ্মাপাড়ে আইপিএল সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। এহেন পরিস্থিতিতে নাম না করে ভারতকে তোপ দাগলেন পাক পেসার শাহিন আফ্রিদি। তবে শাহিনকে পালটা দিয়েছেন নেটিজেনরাও।

Advertisement

মুস্তাফিজুর ইস্যু ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এমনকী আইপিএল সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে। বিসিবি সাফ জানিয়ে দেয়, সর্বোচ্চ নিরাপত্তা পেলেও ক্রিকেটাররা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবেন না। সবমিলিয়ে টালমাটাল পরিস্থিতি। এহেন পরিস্থিতিতেই খানিক উসকানিমূলক মন্তব্য করলেন পাক পেসার। ভারতের নাম না করলেও সটান ভারতের দিকেই আঙুল তুলে দিয়েছেন তিনি।

বুধবার শাহিন (Shaheen Shah Afridi) স্পষ্ট বলেন, "সীমান্তের ওপারের লোকজন খেলোয়াড়ি মানসিকতা লঙ্ঘন করেছে। তবে আমাদের কাজ ক্রিকেট খেলা। আমরা খেলাতেই মন দেব। মাঠে নেমেই আমরা জবাব দেব।" যদিও শাহিনের এই মন্তব্য এশিয়া কাপ প্রসঙ্গে। পহেলগাঁও হামলার পর প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে হাত মেলায়নি ভারত। সেই নিয়ে তুমুল বিতর্ক হয়। কিন্তু বাংলাদেশ-পাকিস্তানের সাম্প্রতিক সখ্য এবং মুস্তাফিজুর ইস্যুতে বেশ প্রাসঙ্গিক হয়ে গিয়েছে শাহিনের এই মন্তব্য।

নেটিজেনরা অবশ্য শাহিনকে পালটা দিতে ভোলেননি। অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে এক নেটিজেন বলেন, 'ফাঁকা কলসির আওয়াজ বেশি।' চোট পাওয়া শাহিনকে কটাক্ষ করে নেটিজেনরা বলছেন, 'মাঠে নেমে জবাব দেওয়ার মতো ফিটনেস আছে আপনার?' উল্লেখ্য, বর্তমানে হাঁটুর চোটে কাবু পাক পেসার। তিনি টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, জানা নেই। তা সত্ত্বেও ভারতকে মাঠে নেমে জবাব দেওয়ার কথা বলছেন, এই বিষয়টিকে নিয়েই মশকরায় মেতেছে নেটদুনিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুস্তাফিজুর ইস্যু ঘিরে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানিয়ে দেয় বিসিবি।
  • পহেলগাঁও হামলার পর প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে হাত মেলায়নি ভারত। সেই নিয়ে তুমুল বিতর্ক হয়।
  • বর্তমানে হাঁটুর চোটে কাবু পাক পেসার। তিনি টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা, জানা নেই।
Advertisement