shono
Advertisement
BCCI

দূষণে বাতিল ম্যাচ, টিকিটের দাম ফেরত পাবেন দর্শকরা? দায় ঝেড়ে ফেলল বিসিসিআই

দীর্ঘ সময় মাঠে বসে থেকেও ম্যাচ দেখা হয়নি লখনউবাসীর।
Published By: Anwesha AdhikaryPosted: 05:53 PM Dec 18, 2025Updated: 05:53 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোঁয়াশার কারণে বাতিল হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ। শীতকালে উত্তর ভারতে প্রবল দূষণের সমস্যা থাকা সত্ত্বেও কেন লখনউয়ে ম্যাচ রাখা হয়েছে, সেই প্রশ্ন তুলে ক্রিকেটপ্রেমীরা তোপ দেগেছেন বিসিসিআইকে। এবার গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বোর্ড।

Advertisement

বুধবার সন্ধে সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জানাজানি হয় যে, অত্যধিক বায়ুদূষণে সৃষ্ট কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে টস। সেই সময় অবস্থা এতটা খারাপ ছিল যে, দু’হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না! খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, এ অবস্থায় লখনউয়ে খেলা ধার্য করা হল কেন? ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলছে, এটা তো জানাই ছিল যে শীতের সময় উত্তর ভারতে বায়ুদূষণ ভয়াবহ জায়গায় যায়। লখনউয়ে যে এ জিনিস হতে পারে, আন্দাজ করা খুব কঠিন নয়। তা হলে কেন আগাম সতর্কতা নেওয়া হল না? বোর্ড মহলের কেউ কেউ বলছেন, উত্তর ভারতে এই সময় ম্যাচ দেওয়াটা অতীব বোকামি।

ম্যাচ বাতিলে ক্ষুব্ধ আমজনতাও। দীর্ঘ সময় মাঠে বসে থেকেছেন তাঁরা। লখনউয়ের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-২০ দেখার টিকিট কেটেও ম্যাচ দেখার সৌভাগ্য হয়নি তাঁদের। এহেন পরিস্থিতিতে টিকিটের দাম ফেরত চেয়ে বিসিসিআইকে কাঠগড়ায় তুলেছেন বুধবারের ম্যাচের দর্শকরা। যদিও টিকিট ইস্যু থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বোর্ড। সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, এই বিষয়টি রাজ্য ক্রিকেট সংস্থার নিয়ন্ত্রণে থাকে। তাই টিকিটের দাম ফেরতের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা।

বুধবারের ম্যাচ বাতিলের পর প্রশ্ন উঠছে, এই পরিস্থিতির দায় কার? এ কথা ঠিক যে লখনউয়ে বাতাসের এই হালের জন্য রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসন দায়ী। উল্লেখ্য, আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ রাখা হয়েছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের শহরগুলিতে। প্রশ্ন উঠছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচটিও কেন এই শহরগুলিতে দেওয়া হল না?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বুধবার সন্ধে সাতটা থেকে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই জানাজানি হয় যে, অত্যধিক বায়ুদূষণে সৃষ্ট কুয়াশার কারণে পিছিয়ে যাচ্ছে টস।
  • ম্যাচ বাতিলে ক্ষুব্ধ আমজনতাও। দীর্ঘ সময় মাঠে বসে থেকেছেন তাঁরা।
  • আগামী মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ রাখা হয়েছে দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতের শহরগুলিতে।
Advertisement