shono
Advertisement
Kartik Sharma

মা বিক্রি করেছেন গয়না, না খেয়ে রাত কেটেছে বাবার, ১৪ কোটি দর পেয়ে কান্না থামেনি কার্তিকের

তিরিশ লক্ষ থেকে কার্তিকের দাম উঠেছে ১৪. ২০ কোটি!
Published By: Anwesha AdhikaryPosted: 08:58 PM Dec 18, 2025Updated: 08:58 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশ বছরের কার্তিক শর্মার জীবনের গতিপথই বদলে দিল মঙ্গলবারের আবু ধাবি। দেশের ঘরোয়া ক্রিকেটে উঠতি প্রতিভা হিসেবে নামডাক তাঁর হচ্ছিল। আইপিএল নিলামে দল পেতে পারেন রাজস্থানের মারকুটে ব্যাটার, সেটাও আন্দাজ করা যাচ্ছিল মোটামুটি। কিন্তু ভাবা যায়নি, বিশাল ১৪.২০ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেবে পাঁচ বারের আইপিএল জয়ী দল চেন্নাই সুপার কিংস! কার্তিকের যার পর থেকে কান্না আর কিছুতেই থামছে না।

Advertisement

নিলামে মাত্র তিরিশ লক্ষের 'বেস প্রাইস' নিয়ে ঢুকেছিলেন কার্তিক। সেখান থেকে দরদারি চলতে-চলতে শেষ পর্যন্ত অবিশ্বাস্য ১৪. ২০ কোটি! "আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম যে, দলই হয়তো পাব না। কেউ কিনবে না আমাকে," নিলাম শেষে সম্প্রচারকারী সংস্থাকে বলে দিয়েছেন কার্তিক। "কিন্তু তার পর দেখলাম, আমাকে নিয়ে পরের পর বিড হয়েই চলেছে। যার পর কেঁদে ফেলি। এমনকী নিলাম শেষের পরেও কান্না থামেনি আমার। প্রচণ্ড আবেগতাড়িত লাগছিল। আনন্দ হচ্ছিল। আমি জানি না, নিজের অনুভূতিকে ভাষায় প্রকাশ করব কী ভাবে?" সঙ্গে যোগ করেন তিনি।

কার্তিক উচ্ছ্বসিত মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলতে পারবেন ভেবে। বলেছেন, "আমি তো ভাবতেই পারছি না, মহেন্দ্র সিং ধোনির টিমে খেলব। ওঁর সঙ্গে ড্রেসিংরুমে থাকব। আমি, আমার পরিবার, সবাই যেন একটা ঘোরের মধ্যে রয়েছি। তবে এটুকু বলব, যতটা সম্ভব শেখার চেষ্টা করব ওঁর থেকে।" বিরাট দাম পাওয়ার পর থেকে ক্রিকেটমহলে জোর চর্চা চলছে কার্তিকের সংগ্রামের কাহিনি নিয়ে।

প্রবল অভাবের মধ্যে শৈশব কেটেছে কার্তিকের। কিন্তু ছেলের ক্রিকেট স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিজের গয়না বিক্রি করেছিলেন মা। ক্রিকেট খেলতে বাড়ি থেকে দূরে যেতে হলে না খেয়েও রাত কাটাতে হয়েছে কার্তিককে। তবে শেষ পর্যন্ত স্বপ্ন সত্যি হয়েছে তরুণ তুর্কির। একদিন না খেয়ে থাকা তরুণ আজ কোটিপতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিলামে মাত্র তিরিশ লক্ষের 'বেস প্রাইস' নিয়ে ঢুকেছিলেন কার্তিক।
  • কার্তিক উচ্ছ্বসিত মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলতে পারবেন ভেবে।
  • প্রবল অভাবের মধ্যে শৈশব কেটেছে কার্তিকের। কিন্তু ছেলের ক্রিকেট স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিজের গয়না বিক্রি করেছিলেন মা।
Advertisement