shono
Advertisement
Shubman Gill

গোড়ালির চোটে কাবু গিল, শেষ ম্যাচে ফিরবেন? উত্তর নেই গম্ভীরদের কাছেই!

নেটে ব্যাট করার সময়ে শুভমানের গোড়ালিতে আঘাত লাগে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:33 PM Dec 18, 2025Updated: 08:33 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সমস্যা পিছু ছাড়ছে না শুভমান গিলের। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্যাচ শুরুর আগে জানা যায়, গিল খেলতে পারবেন না। তখনই সংশয় ছিল, সিরিজের শেষ ম্যাচে কি গিল আদৌ নামতে পারবেন? ২৪ ঘণ্টা কেটে গেলেও গিলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

Advertisement

ঘাড়ে চোট পেয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান। এবার গোড়ালির চোটে কাবু টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি সহ-অধিনায়ক। জানা গিয়েছে, লখনউয়ে অনুশীলন চলাকালীন চোট পেয়েছিলেন। সেই কারণে লখনউয়ের পর আহমেদাবাদেও তিনি খেলতে পারবেন কি না, থাকছে প্রশ্ন। স্ক্যান করে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর। কিন্তু শুক্রবারের ম্যাচে গিল আদৌ খেলবেন কিনা, সেই প্রশ্নের উত্তর অজানাই।

বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সঙ্গে গিয়েছেন শুভমানও। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, চতুর্থ টি-২০র আগে নেটে ব্যাট করার সময়ে শুভমানের গোড়ালিতে আঘাত লাগে। যথেষ্ট যন্ত্রণা ছিল, খুঁড়িয়ে হাঁটছিলেন গিল। কিন্তু আহমেদাবাদে তিনি নামবেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার গিলের স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে, গিল আদৌ শুক্রবার খেলবেন কিনা।

উল্লেখ্য, এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন শুভমান গিল। এরপর থেকে ওপেন করতে নামছেন। শেষ ছ’টি টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ০, ৪, ২৯*, ৪৬, ১৫, ৫। দলে ফিরে আসার পর থেকে ১৪ ইনিংসে তাঁর রান মাত্র ২৬৩। গড় ২৩.৯০। স্ট্রাইকরেট ১৪২.৯৩। এরমধ্যে একটিও হাফসেঞ্চুরি নেই। চলতি সিরিজেও হতশ্রী ফর্ম গিলের। নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলছেন, গিলকে সমালোচনা থেকে বাঁচানোর জন্য ‘চোট’কে ঢাল হিসাবে ব্যবহার করছে না তো টিম ম্যানেজমেন্ট?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘাড়ে চোট পেয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজে খেলতে পারেননি শুভমান।
  • বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সঙ্গে গিয়েছেন শুভমানও।
  • এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন শুভমান গিল। এরপর থেকে ওপেন করতে নামছেন।
Advertisement