সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুণেতে মুম্বই বনাম রাজস্থান ম্যাচের পর আদিত্য বিড়লা হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। সেখানে যশস্বীর আলট্রাসাউন্ড ও সিটি স্ক্যান করা হয় বলে খবর। এখন কেমন আছেন বাঁ-হাতি এই ওপেনার? সেই আপডেট পাওয়া গেল।
গত দু'দিনে স্বাস্থ্যের বেশ অবনতি হয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে এক সপ্তাহ থেকে দশ দিন বিশ্রাম নিতে হবে। পাশাপশি চিকিৎসা চলবে। সেই কারণে এই সময়ের মধ্যে কোনও ম্যাচ খেলতে পারবেন না তিনি। জানা গিয়েছে, অ্যাকিউট গ্যাস্ট্রোএনটেরিটিসের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, মুস্তাক আলি ট্রফির ম্যাচের কয়েক ঘণ্টা পরই পেটের সমস্যায় ভুগতে শুরু করেন যশস্বী (Yashasvi Jaiswal )।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যশস্বীকে। বাড়ি ফিরেছেন তিনি। খাবারের বিষক্রিয়া থেকেই এই সমস্যা বলে অনুমান। এক সূত্র জানিয়েছে, "পুণের হোটেলে খাওয়া কোনও খাবার থেকেই ওর এই সমস্যা দেখা গিয়েছে। পেটে যন্ত্রণা হচ্ছিল ওর। এখন ওষুধ খেয়ে ভালো আছে। দু'দিনে দু'কেজি ওজনও কমেছে। এখন বিশ্রাম নিতে হবে ওকে।"
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সেই দলে নেই যশস্বী। ভারতের হয়ে টেস্টে নিয়মিত তিনি। সম্প্রতি ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়ার দাবিও ক্রমশ জোরদার হচ্ছে। মুস্তাক আলি ট্রফিতেও হরিয়ানার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে মুম্বই শেষ পর্যন্ত ফাইনালে যেতে পারেনি। মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে ৩ উইকেটে জিতলেও নেট রানরেটের জন্য ফাইনালে যাওয়া হল না মুম্বইয়ের। এই পরিস্থিতিতে যশস্বীর অসুস্থতা উদ্বেগে রাখল দলকে। ২৪ ডিসেম্বর বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। রোহিতের সঙ্গে ওপেন নামার কথা থাকলেও সেই ম্যাচে যশস্বীর খেলার সম্ভাবনা প্রায় নেই।
