shono
Advertisement
BCCI

ভেন্যু অদলবদল! এবার ইডেন থেকে সরতে চলেছে ভারতের ম্যাচ, বদলে কী পাবে কলকাতা?

অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে কলকাতায়।
Published By: Arpan DasPosted: 07:20 PM Jun 04, 2025Updated: 07:20 PM Jun 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ভারতের আরও একটি ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। অন্তত সূত্রের খবর তাই বলছে। কিন্তু কীসের বদলে? অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে কলকাতায়। সেটা ইডেন থেকে সরে যাওয়ার কথা। সহজ কথায় ম্যাচের ভেন্যু অদলবদল হতে চলেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ম্যাচ সরতে পারে কলকাতায়। ঠিক একই ভাবে উল্টো ঘটনাও হতে পারে।

Advertisement

চলতি বছরের নভেম্বরে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট ছাড়াও তিনটি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। দুটি টেস্টের মধ্যে একটি হওয়ার কথা দিল্লিতে। অন্যটি অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে দিল্লির টেস্টটি পেতে পারে ইডেন। কারণ, ওই সময় প্রতি বছরই দিল্লিতে দূষণ ব্যাপক আকার নেয়। বিশেষ করে দীপাবলির পর দিল্লির বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেড়ে যায়। অতীতে বিশ্বকাপের ম্যাচের অনুশীলনও দূষণের জন্য বাতিল করতে হয়।

১৪ থেকে ১৮ নভেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট। সেই ম্যাচটি ইডেনে যদি আসে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্টটিও ইডেন থেকে সরতে পারে। যেটা হওয়ার কথা অক্টোবরের ১০ থেকে ১৪ তারিখ। বোর্ডের এক সূত্র ওই সংবাদমাধ্যমকে বলেছেন, "বিসিসিআই সব সময় প্লেয়ারদের স্বাস্থ্য ও ভালো থাকার বিষয়ে নজর দেয়। এর মধ্যেই বোর্ডের তরফ থেকে এই ম্যাচের ভেন্যু অদলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।"

তাহলে প্রশ্ন, নভেম্বরে দিল্লির এই দূষণের সমস্যা তো নতুন কিছু নয়। তখন কেন বিষয়টি নিয়ে ভাবেনি বোর্ড? সেই সময় যুক্তি দেওয়া হয়েছিল, এটা বোর্ডের 'রোটেশন পদ্ধতি'র মধ্যে পড়ে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু বৃষ্টির যুক্তিতে ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই সূত্রের বক্তব্য, "রিজার্ভ ডে'তেও ইডেনের ম্যাচ ভেস্তে যেত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর শেষে ভারতের আরও একটি ম্যাচ পেতে চলেছে ইডেন গার্ডেন্স। অন্তত সূত্রের খবর তাই বলছে।
  • কিন্তু কীসের বদলে? অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট রয়েছে কলকাতায়।
  • সেটা ইডেন থেকে সরে যাওয়ার কথা। সহজ কথায় ম্যাচের ভেন্যু অদলবদল হতে চলেছে।
Advertisement