সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফিতে (BGT 2024-25) বারবার আলোচনায় এসেছে দুই মহাতারকার ফর্ম। একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা। পারথে সেঞ্চুরি করলে বিরাট কোহলির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছে। ভারত অধিনায়ক অবশ্য সেসব নিয়ে ভাবছেন না। বরং কোহলিকে আধুনিক সময়ের 'সেরা' ক্রিকেটার বলছেন তিনি।
চলতি সিরিজে সেঞ্চুরি বাদ দিলে বাকি চার ইনিংসে কোহলির মোট রান ২৬। বারবার অফসাইডের বলে পাতা ফাঁদে পা দিয়ে আউট হয়েছেন। এই নিয়ে কী বিরাটের সঙ্গে কথা হয়েছে? রোহিতের স্পষ্ট বক্তব্য, "কোহলি আধুনিক সময়ের সেরা ক্রিকেটার। আর এই ধরনের সমস্যা সমাধানের পথ তাঁরা নিজেরাই খুঁজে নেয়।" ভারতের ক্রিকেটপ্রেমীরাও অবশ্য সেটাই আশা করছেন।
কিন্তু শুধু বিরাট তো নয়, ফর্ম হারিয়েছেন খোদ রোহিতও। ওপেনিংয়ের জায়গা কেএল রাহুলকে ছেড়ে দিয়ে নিজে ষষ্ঠস্থানে নেমে এসেছেন। বক্সিং ডে টেস্টে কি আবার ওপেনে ফিরবেন? রোহিত বলছেন, "কে কোথায় ব্যাট করবে, সেটা আমাদের নিজেদের আলোচনার বিষয়। সাংবাদিক সম্মেলনে এসে এসব আলোচনার কোনও মানে নেই। আমাদের দলের জন্য যেটা ভালো, আমরা সেটাই করব।"
বর্ডার গাভাসকর ট্রফির ফলাফল আপাতত ১-১। বাকি রয়েছে দুটি টেস্ট। ফলে মেলবোর্ন টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রোহিতের মতে, টানটান সিরিজ এরকমই হওয়া উচিত। তিনি বলছেন, "অ্যাডিলেডে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। ব্রিসবেনে তো বেশি সময় ক্রিকেট খেলাই হয়নি। তাই তিন ম্যাচের পর ১-১ ফলাফল একেবারে ঠিকঠাক। তাতেই বোঝাই যায়, দুটো দলই কত ভালো ক্রিকেট খেলেছে। এখন আমাদের কাজ মেলবোর্নে ব্যাট-বলে ভালো ফল করা। সেই সঙ্গে ভালো ক্যাচও ধরতে হবে।"
এক্ষেত্রে রোহিতের অনুপ্রেরণা পারথ টেস্ট। তিনি না খেললেও সেখানে ২৯৫ রানে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই কথা মনে করিয়ে রোহিত বলছেন, "আমরা শেষ পর্যন্ত হাল ছাড়িনি। এই মেজাজটা নিয়েই আমরা দীর্ঘদিন ধরে খেলছি। বিদেশের মাঠে সবসময় একটু বেশি চেষ্টা করতে হয়। পারথ টেস্টে দলের আচরণে সেই মেজাজটাই ধরা পড়েছিল।"