সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে গড়াপেটা নতুন কোনও বিষয় নয়। ক্যামেরার লেন্স এড়িয়ে অতীতে নানারকম ভাবে গড়াপেটা করেছেন ক্রিকেটাররা। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে একেবার খুল্লামখুল্লা ব্যাটাররা যা কাণ্ড ঘটালেন, তাতে বিস্মিত ক্রিকেট বিশ্ব! ম্যাচ গড়াপেটার অভিযোগে নতুন করে উত্তাল বাংলাদেশ। ঘটনার তদন্ত শুরু করেছে সে দেশের ক্রিকেট বোর্ড।

ঘটনাটা ঠিক কী? ঢাকা প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল শিনেপুকুর ক্রিকেট ক্লাব এবং গুলশন ক্রিকেট ক্লাব। যেখানে জয়ের জন্য শিনেপুকুরের দরকার ছিল ৭রান। হাতে ছিল অনেকগুলো ওভার আর একটা উইকেট। কিন্তু সেই জেতা ম্যাচ কার্যত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন মিনাজুল আবেদিন! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়াইড ডেলিভারিতে স্টাম্প আউট হয়ে গেলেন তিনি। অথচ অতি অনায়াসেই নিজেকে বাঁচাতে পারতেন তিনি। কারণ বল স্টাম্পে লাগার আগে শুধু তাঁকে ব্যাটটা মাটিতে ঠেকাতে হত। কিন্তু তেমনটা না করে তিনি সোজা ক্রিজ ছেড়ে এগিয়ে চলে আসেন। আর তাতেই আম্পায়ার আউটের সিগন্যাল দিয়ে দেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই জোর গুঞ্জন, তবে কি ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটার ছায়া? ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি, ফিক্সিংয়ে জড়িত আবেদিন! এমনকী, ধারাভাষ্যকারও বলে দেন, 'আমি বিস্মিত। এমনটা কখনও দেখিনি।' এখানেই শেষ নয়, আরও এক ব্যাটার প্রায় একই ভঙ্গিতে স্টাম্প আউট হন। আপাত দৃষ্টিতে স্পষ্ট, ইচ্ছা করেই ব্যাটটি লাইনের বাইরে রাখেন তিনি।
ঘটনা নজর এড়ায়নি বিসিবিরও। এক বিবৃতি প্রকাশ করে তাদের তরফে জানানো হয়েছে, 'ক্রিকেটের গড়িমা ধরে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটের সম্মানের স্বার্থে যে কোনও দুর্নীতির বিরুদ্ধে আমরা কোনওরকম আপোস করব না।' জিরো-টলারেন্স নীতি মেনেই বোর্ডের দুর্নীতি দমন শাখা এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপের পথেই হাঁটা হবে বলে জানিয়েছে বোর্ড।