সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিডনি টেস্টের আগে বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠের ব্যাথায় কাবু তারকা পেসার আকাশ দীপ। সিরিজের নির্ণায়ক টেস্টে সম্ভবত তাঁকে পাওয়া যাচ্ছে না। ফলে আকাশের বদলে প্রথম একাদশে অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভাবতে হবে গৌতম গম্ভীরদের।
আকাশদীপ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুই ম্যাচ খেলেননি। শুরুতে হর্ষিত রানাকে সুযোগ দিয়েছিলেন কোচ গম্ভীর। কিন্তু দ্বিতীয় টেস্টে রানাকে সেভাবে কার্যকরী মনে না হওয়ায় ব্রিসবেনে আকাশকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। শেষ দুই টেস্টে ভারতীয় পেস বোলিংটের অন্যতম ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছিলেন আকাশ। দুই টেস্টে মোট ৮৭ ওভার ৫ বল বোলিং করেছেন তিনি। সম্ভবত সেই অত্যাধিক ওয়ার্কলোডের জন্যই পিঠে ব্যাথা অনুভব করছেন তিনি। কোচ গৌতম গম্ভীরও একপ্রকার জানিয়ে দিয়েছেন, সিডনিতে আকাশকে পাওয়া যাবে না।
আকাশকে না পাওয়া যাওয়াটা ভারতের জন্য বড় ধাক্কা তাতে সংশয় নেই। মেলবোর্ন এবং ব্রিসবেনে আকাশ সব মিলিয়ে হয়তো মাত্র ৫টি উইকেট পেয়েছেন, কিন্তু দুই টেস্টেই তাঁকে বেশ কার্যকরী এবং প্রভাবশালী মনে হয়েছে। ভাগ্য সঙ্গ দিলে হয়তো উইকেটের খাতায় সংখ্যাটা আরও বেশি হত। এবার আকাশের পরিবর্ত ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। ফের কি প্রথম দুই টেস্টের মতো হর্ষিত রানার কথা ভাবা হবে নাকি প্রসিদ্ধ কৃষ্ণর মতো কাউকে ভাবা হবে নাকি দলের কম্বিনেশন বদলের কথা ভাববেন গম্ভীরা, সেটাই দেখার।
আকাশদীপের চোট ছাড়া ভারতীয় দলে আরও একটি বদল নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, মেলবোর্নে সেট হওয়ার পর আক্রমণাত্মক শট খেলতে গিয়ে আউট হওয়া ঋষভ পন্থের উপর ক্ষুব্ধ কোচ গম্ভীর। শাস্তিস্বরূপ সিডনিতে পন্থকে বসানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাঁর জায়গায় উইকেটরক্ষক ব্যাটার হিসাবে ভাবা হতে পারে ধ্রুব জুড়েলকে। যদিও পুরোটাই জল্পনা।