নিরুফা খাতুন: পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। বছর শেষে উধাও জাঁকিয়ে শীত। বর্ষবরণে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। কাল, সোমবার থেকেই দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। বলছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস বলছে, সোমবার থেকে উত্তুরে হাওয়ায় হিমেল পরশ রাজ্যে। বর্ষশেষে কিছুটা নামবে তাপমাত্রার পারদ। তবে বর্ষশেষে ও বছরের শুরুতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কলকাতায় তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রির আশেপাশে। জেলায়-জেলায় ১০ ডিগ্রি বা তার নিচেও নামতে পারে তাপমাত্রা। আজকে হালকা বৃষ্টি পর্যটকে ঠাসা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। নতুন সপ্তাহে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু বাড়ল। সকাল-সন্ধ্যা আমেজ থাকলেও কার্যত শীত উধাও কলকাতায়। সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কলকাতার আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।