সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের ঈশ্বর ব্যাট করবেন। সেই দৃশ্যের সাক্ষী থাকতে স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল ভক্তকুল। কিন্তু বেশিক্ষণ ক্রিজে থাকলেন না শচীন তেণ্ডুলকর। মাত্র ৬ রান করে আউট হতে হল তাঁকে। তবে ঈশ্বরকে আউট করার 'অপরাধে' ক্ষমা চেয়ে নিলেন শচীনকে প্যাভিলিয়নে ফেরানো বোকার। উইকেট পেয়েও বোলার ক্ষমা চাইছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স লিগে খেলছেন শচীন। টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত। শচীন ছাড়াও বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা রয়েছেন ভারতের স্কোয়াডে। কয়েকটি ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেছেন শচীন। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা, ইংল্যান্ডের পর শনিবার দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করেছে ভারত।
কিন্তু জয়ের আনন্দে একফোঁটা চোনা হয়ে রইল শচীনের রান না পাওয়া। শনিবার প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেন করতে নেমেছিলেন শচীন। একটি বাউন্ডারিও মারেন। কিন্তু ৮ বলে ৬ রান করে আউট হয়ে যান। মাস্টার ব্লাস্টারকে প্যাভিলিয়নে ফেরান থান্ডি সাবালালা। কট অ্যান্ড বোল্ড করেন শচীন। কিন্তু বিপক্ষ অধিনায়ককে আউট করে উল্লাসে মেতে ওঠা তো দূর, ক্ষমা চান প্রোটিয়া অধিনায়ক। দর্শকদের সামনে গিয়ে দুহাত তুলে ক্ষমা চেয়েছে, সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
তবে এই প্রথমবার শচীনকে আউট করলেন থান্ডি, এমনটা নয়। জীবনে মাত্র ৪টি ওয়ানডে খেলেছেন তিনি। তার মধ্যেই একটি ম্যাচে পেয়েছিলেন শচীনের উইকেট, ২০০৭ সালের ফিউচার কাপে। ৯৩ রান করে উইকেট খুইয়েছিলেন ওই ম্যাচে। জীবনে দ্বিতীয়বার শচীনকে আউট করে অবশ্য ক্ষমা চাইলেন দর্শকদের কাছে। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিততে ভারতের কোনও সমস্যা হয়নি।