সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের ব্যর্থতার ভরপুর মজা নিচ্ছে অস্ট্রেলিয়ার মিডিয়া! মেলবোর্ন টেস্ট চলাকালীন বিরাট কোহলিকে 'সং' বলে সম্বোধন করেছিল অজি সংবাদমাধ্যম। এবার রোহিত শর্মাকে 'ক্রাই বেবি' আখ্যা দিয়ে চূড়ান্ত 'অপমান' করা হল।
চলতি বর্ডার গাভাসকর সিরিজের তিন ম্যাচে ১-১ ড্রয়ের পর মেলবোর্ন টেস্টে নেমেছিল দুই দল। প্রথম ইনিংসে লড়াই করলেও দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত হতাশ করেন ভারতীয়রা। ফলস্বরূপ, ১৮৪ রানে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেলেন প্যাট কামিন্সরা। সেই সঙ্গে টিম ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর আশাও কার্যত শেষ হয়ে গেল। ভারতীয় শিবিরের এহেন হতাশার সময় রীতিমতো সেলিব্রেশনের মুডে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলি। অজিদের দ্বিতীয় ইনিংস চলাকালীন তিনবার ক্যাচ মিস করেন যশস্বী জয়সওয়াল। যা নিয়ে মাঠে ক্ষোভ উগরে দেন অধিনায়ক রোহিত। আর এই প্রসঙ্গেই রোহিতকে নিয়ে তীব্র মশকরা করে 'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান'। বিখ্যাত এই সংবাদপত্রের পাতা রোহিতের মুখে চুসি দেওয়া একটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে, 'ক্যাপ্টেন ক্রাই বেবি।'
এই সংবাদপত্রই এর আগে বিরাটের বিকৃত ছবি প্রকাশ করেছিল। সেখানে জোকারের মতো করে বিরাটের নাকে লাল বল লাগানো। সঙ্গে লেখা, ‘ক্লাউন কোহলি’। এখানেই শেষ নয়, ওই সংবাদপত্রে বিরাটকে ‘ছিঁচকাঁদুনে'ও বলা হয়। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে তরুণ তুর্কি স্যাম কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বিরাটের। সেই নিয়েই কোহলিকে তুলোধোনা করে অজি মিডিয়া। এমনকী, বিরাটের আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল বলেও দাবি করা হয়। এবার রোহিতের রাগকেও কটাক্ষ করতে ছাড়ল না তারা।
এমনকী যশস্বীর প্রতি ভারত অধিনায়কের আচরণে বিরক্ত প্রাক্তন অজি ব্যাটার মাইক হাসিও। তিনি বলে দেন, "ভারতীয় অধিনায়কের প্রতিক্রিয়া আমার একেবারে ভালো লাগেনি। জানি যে উইকেট নেওয়াটা জরুরি। ক্যাচ মিস হলে খারাপও লাগে। কিন্তু কেউ ইচ্ছা করে সেটা করে না।"