shono
Advertisement
Caribbean Cricketer

শেষ টেস্ট খেলেছিলেন দু'বছর আগে, পরীক্ষা দিয়ে অধিনায়কত্ব পেলেন ক্যারিবিয়ান ক্রিকেটার

দেশের হয়ে এখনও পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন তিনি।
Published By: Prasenjit DuttaPosted: 09:23 PM May 17, 2025Updated: 09:23 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটে এমন কিছু ঘটনা ঘটে, যা আমাদের অবাক করে। এমনই ঘটনা ক্যারিবিয়ান ক্রিকেটে। গত মার্চে টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন ক্রেগ ব্রেথওয়েট। তাঁর জায়গায় অধিনায়ক করা হয়েছে রস্টন চেজকে। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার ২০২৩ সালের মার্চে শেষবার টেস্ট খেলেছেন। কেবল তাই নয়, রীতিমতো পরীক্ষা দিয়ে অধিনায়কত্ব পেয়েছেন এই ক্রিকেটার।

Advertisement

অর্থাৎ দলের অধিনায়ক করা হল এমন একজনকে, যিনি দু'বছর ধরে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, "রস্টন চেজকে টেস্ট অধিনায়ক করা হয়েছে। ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি ও মানিয়ে নিতে পারবে।" উল্লেখ্য, এর আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

একেবারে অস্ট্রেলিয়া সিরিজেই অধিনায়ক হিসেবে দেখা যেতে চলেছে এই অলরাউন্ডারকে। ক্যারিবিয়ান দল জুন-জুলাইয়ে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচ বার্বাডজে। রস্টনের ঘরের মাঠ সেটা। ২৫ জুন থেকে শুরু প্রথম টেস্ট।

২০১৬ সালে টেস্ট অভিষেক হওয়া চেজ এখনও পর্যন্ত ৪৯টি টেস্ট খেলেছেন। ২৬.৩৩ গড়ে করেছেন ২২৬৫ রান। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি নিয়েছেন ৮৫ উইকেট। ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সাইকোমেট্রিক টেস্টিং পদ্ধতির মাধ্যমে ক্যাপ্টেন বাছা হয়েছে তাঁকে। কী এই পদ্ধতি? আসলে চাকরির ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ হতে দেখা যায়। ক্যারিবিয়ান কোচও উপস্থিত ছিলেন এই প্রক্রিয়ায়। তিনি রস্টনের পাশে দাঁড়িয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩৩ বছর বয়সি রস্টন চেজ ২০২৩ সালের মার্চে শেষবার টেস্ট খেলেছেন।
  • কেবল তাই নয়, রীতিমতো পরীক্ষা দিয়ে অধিনায়কত্ব পেয়েছেন এই ক্রিকেটার।
  • অর্থাৎ দলের অধিনায়ক করা হল এমন একজনকে, যিনি দু'বছর ধরে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেননি।
Advertisement