shono
Advertisement
Virat Kohli

থাকবে না ব্যক্তিগত রাঁধুনি, বোর্ডের নিয়মকে 'ফাঁকি' দিয়ে দুবাইয়ে পছন্দের খাবার আনালেন কোহলি

কী খাবার আনালেন তিনি?
Published By: Arpan DasPosted: 01:44 PM Feb 17, 2025Updated: 04:35 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশ সফরে রাখা যাবে না ব্যক্তিগত রাঁধুনি। অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বিসিসিআই থেকে যে দশদফা 'ফতোয়া' জারি করা হয়েছে, তার মধ্যে এটি একটি। সেই নিয়মকে 'ফাঁকি' দিয়ে দুবাইয়ে খাবার অর্ডার দিলেন বিরাট কোহলি। কী অর্ডার দিলেন তিনি?

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য ইতিমধ্যেই দুবাইয়ে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন রোহিতরা। একটি সর্বভারতীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী, কোহলি (Virat Kohli) অনুশীলনে পৌঁছনোর কিছুক্ষণ পরই একটি খাবারের প্যাকেট এসে পৌঁছয়। যেহেতু, বোর্ডের নিয়ম অনুযায়ী, ব্যক্তিগত শেফ বা রাঁধুনি রাখা যাবে না, তাই এই পদ্ধতি নিলেন বলেই মত নেটিজেনদের।

জানা যাচ্ছে, স্থানীয় টিম ম্যানেজারের সঙ্গে কথা বলেন কোহলি। তারপরই একটি জনপ্রিয় খাবারের দোকান থেকে প্যাকেটটি এসে হাজির হয়। কিন্তু কী ছিল সেখানে? ওই সূত্র অনুযায়ী বলা হচ্ছে, "ওই বাক্সে কোহলির পোস্ট-সেশন খাবার ছিল। যখন অন্য ক্রিকেটাররা কিট ব্যাগ গোছাচ্ছিল, তখন কোহলি খাবার খাচ্ছিল। এমনকী রাস্তায় যাওয়ার জন্য একটা প্যাকেট রেখেও দেয়।"

উল্লেখ্য, বোর্ডের নতুন নিয়মে বলা হয়েছে, কোনও ক্রিকেটার ব্যক্তিগত রাঁধুনি, নিরাপত্তা রক্ষী বা সহকারী রাখতে পারবে না। ব্যতিক্রমের ক্ষেত্রে বোর্ডের অনুমতি লাগবে। দলের কোচ গৌতম গম্ভীরের ব্যক্তিগত সহায়কও দলের সঙ্গে থাকতে পারবেন না। বোর্ডের নিয়ম নেমে একসঙ্গে দুবাই গিয়েছেন দলের সকল সদস্য। কিন্তু একটি নিয়মকে 'ফাঁকি' দিলেন কোহলি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিদেশ সফরে রাখা যাবে না ব্যক্তিগত রাঁধুনি।
  • অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর বিসিসিআই থেকে যে দশদফা 'ফতোয়া' জারি করা হয়েছে, তার মধ্যে এটি একটি।
  • সেই নিয়মকে 'ফাঁকি' দিয়ে দুবাইয়ে খাবার অর্ডার দিলেন বিরাট কোহলি।
Advertisement