shono
Advertisement
Rohit Sharma

অবসর কবে? চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই মুখ খুললেন রোহিত

দিন কয়েক আগে থেকেই ভারতীয় ক্রিকেটে রোহিতের অবসর নিয়ে জল্পনা চলছে।
Published By: Subhajit MandalPosted: 11:36 PM Mar 09, 2025Updated: 01:38 PM Mar 10, 2025

আলাপন সাহা, দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই অবসর ঘোষণা করে দেবেন রোহিত শর্মা (Rohit Sharma)! দিন কয়েক আগে থেকেই জল্পনা চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। রবিবারের ফাইনালের আগের সাংবাদিক বৈঠকে শুভমান গিলের করা একটি মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়। কিন্তু ফাইনালে ম্যাচের সেরা হওয়ার পর অবসর নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন রোহিত শর্মা নিজেই। ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিলেন, 'অবসর নিচ্ছেন না তিনি।' রোহিত বুঝিয়ে দিলেন, যেভাবে খেলছেন, সেভাবে খেলা চালিয়ে যেতে চান।

Advertisement

বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট দুজনেই। এর পর অস্ট্রেলিয়া সফরটা একেবারেই ভালো যায়নি। তখনই শোনা গিয়েছিল, টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সময় সেই জল্পনা আরও বেড়েছে। প্রথমে শোনা যাচ্ছিল, নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে পারেন রোহিত। পরে শোনা যায়, ওয়ানডে থেকেই অবসর নিতে পারেন তিনি। তাছাড়া টিম ম্যানেজেমেন্টও নাকি ২০২৭ বিশ্বকাপের কথা ভেবে রোহিতদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। কিন্তু রবিবারের ফাইনালে ভারতের জয় এবং রোহিতের নিজের ব্যাটিং পারফরম্যান্স গোটা হিসাবটাই বদলে দিয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে রোহিত সাফ জানিয়ে গেলেন, এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না তিনি। রোহিতের কথায়, "এখনই ভবিষ্যৎ নিয়ে কোনওরকম চিন্তাভাবনা নেই। যেমন চলছে, তেমনই চলবে।" রোহিত বলে দিলেন, "ভারতের হয়ে খেলাটা উপভোগ করি। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। সবাই সেই গর্বের জন্য খেলে। ফলাফল কখনও পক্ষে যাবে, কখনও বিপক্ষে যাবে। কিন্তু নিজেদের ভূমিকা সবাই পালন করবে।" ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রোহিতের বক্তব্য, "ভবিষ্যৎ পরিকল্পনা নেই। শেষ দুটো আইসিসি টুর্নামেন্টে আমরা অপরাজিত থেকে জিতেছি। ২০২৩ বিশ্বকাপেও ৯টা ম্যাচ জিতেছিলাম। খেলা শেষ না হওয়া পর্যন্ত ছাড়া হবে না।"

রোহিতের পাশাপাশি রবীন্দ্র জাদেজার অবসর নিয়েও একটা জল্পনা ছিল। তবে তিনিও এখনই ওয়ানডে ফরম্যাট খেলা ছাড়ছেন না। ম্যাচের পর জাদেজা সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলেছেন। তাতে অবসরের কোনও ইঙ্গিত দেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফাইনালে ম্যাচের সেরা হওয়ার পর অবসর নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দিলেন রোহিত শর্মা নিজেই।
  • ভারত অধিনায়ক স্পষ্ট বলে দিলেন, 'অবসর নিচ্ছেন না তিনি।'
  • রোহিত বুঝিয়ে দিলেন, যেভাবে খেলছেন, সেভাবে খেলা চালিয়ে যেতে চান।
Advertisement